Sunday, June 1, 2014

নিরাপত্তার স্বার্থে স্করপিও ছেড়ে বিএমডব্লিউতে মোদী

নিরাপত্তার স্বার্থে স্করপিও ছেড়ে বিএমডব্লিউতে মোদী

BMW-7-Series-side-press-image
এই সময়: এখন আর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী নন, দেশের প্রধানমন্ত্রী৷ তাই নিরাপত্তার বাঁধুনি আরও নিশ্ছিদ্র হওয়ারই ছিল৷ আর সেই নিশ্ছিদ্র নিরাপত্তার খাতিরেই 'স্বদেশি' গাড়ি ছাড়তে হল নরেন্দ্র মোদীকে৷ তাঁর বাহন এ বার 'সর্বাধিক সুরক্ষিত' বিদেশি গাড়ি, বিএমডব্লিউ ৭ সিরিজ-এর ৭৬০ এল আই লিমুজিন৷ দেশের বাজারে যার দাম ১ কোটি ৮০ লক্ষ টাকার মতো৷ প্রসঙ্গত, দেশের রাষ্ট্রপতি যে মার্সিডিজ বেঞ্জ এস ৬০০ পুলম্যান গার্ড নামক গাড়িটি ব্যবহার করেন, সেটিও একইরকম নিরাপত্তা দিতে সক্ষম৷

গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী ব্যবহার করতেন বিশেষ ভাবে সুরক্ষিত মাহিন্দ্রা স্করপিও এসইউভি৷ সংসদের সেন্ট্রাল হলে যে দিন বিজেপি সাংসদরা তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন এবং রাইসিনা হিল্সে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে নিয়োগপত্র দেন, সে দিনও মোদীর সঙ্গী ছিল রুপোলি রংয়ের সেই এসইউভিই৷ এমনকি গত ২৬ মে রাইসিনায় শপথগ্রহণ অনুষ্ঠানেও গুজরাত ভবন থেকে ওই গাড়িতেই এসেছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্ত্ত সেখানেই তাঁকে বিদায় জানাতে হয় দীর্ঘদিনের সঙ্গীকে৷ প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী তখন থেকেই মোদীর বাহন নতুন বিএমডব্লিউটি৷ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সংস্থার তরফে এর পর প্রধানমন্ত্রীকে একটি চিঠিতে অনুরোধও করা হয়েছিল, যাতে তিনি দেশের মাটিতে তৈরি, দেশীয় প্রযুক্তির স্করপিও বা মাহিন্দ্রার অন্য কোনও গাড়ি চড়েন৷ তাতে সংস্থার সম্মান বাড়বে৷ কিন্ত্ত সেই প্রস্তাব ধোপে টেকেনি৷

চমকপ্রদ তথ্য এই যে, প্রধানমন্ত্রী মোদীর জন্য আনা গাড়িটি বিশেষ 'সিকিওরিটি সিরিজ'-এর৷ অর্থাত্‍ এই গাড়িটিতে তিন ধরনের সঙ্কট নিরাপদে পেরিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে৷ প্রথমত, রাস্তায় যদি কোনও ভাবে ভারী অথচ ভোঁতা কোনও অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয় অথবা .৪৪ ম্যাগনাম পর্যন্ত ক্যালিবারের কোনও দেশি পিস্তল থেকে গুলি করা হয়, তা প্রতিরোধ করতে পারবে গাড়িটি৷ দ্বিতীয়ত, পরিকল্পিত ভাবে যদি একে-৪৭ এর মতো অত্যাধুনিক মেশিনগান থেকে গাড়ি লক্ষ করে গুলি চালানো হয়, তা হলেও সেটি রুখে দেবে গাড়ির বিশেষ বুলেটপ্রুফ সিস্টেম৷ তৃতীয়ত, যদি যাত্রাপথে কোনও রকম বিস্ফোরক থাকে বা এমন কোনও অত্যাধুনিক অস্ত্র থাকে যা বুলেটপ্রুফ নিরাপত্তাকেও হার মানাতে পারে, তেমন আক্রমণও প্রতিহত করতে পারবে এই গাড়িটি৷

নিরাপত্তার কথা মাথায় রেখেই মোদীর নতুন বাহনের চাকায় প্রায় মাটিতে মিশে যাওয়া চ্যাপ্টা টায়ার, ফুটো হলে নিজের থেকেই মেরামত করে নেওয়ার ক্ষমতাযুক্ত ফুয়েল ট্যাঙ্ক, আক্রান্ত হওয়ার আশঙ্কা জানানো বিশেষ অ্যালার্ম থাকছে৷ সঙ্গে এমনই একটি ইন্টারকম ব্যবস্থা, যা প্রতিকূল পরিস্থিতিতে গাড়ির দরজা বা জানলা না খুলেই সওয়ারিকে যে কোনও জায়গায় যোগাযোগ করতে দেবে৷ বিশেষ ভি ১২ ইঞ্জিনের সাহায্যে মোদীর বাহন মাত্র ৬.২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার/প্রতি ঘণ্টা স্পিড তুলতে পারবে৷ গাড়ির সর্বাধিক গতি ঘণ্টায় ২১০ কিলোমিটার৷

প্রসঙ্গত, একটা সময় প্রধানমন্ত্রীদের জন্য বাকিদের মতো অ্যাম্বাসাডর গাড়িই বরাদ্দ থাকত, তবে অবশ্যই অতিরিক্ত কিছু নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে৷ তাত্‍পর্যপূর্ণ ভাবে ২০০৩ সালে সেই নীতি বদলেছিলেন প্রাক্তন এক বিজেপি প্রধানমন্ত্রী, অটলবিহারী বাজপেয়ী৷ তিনিই প্রথম প্রধানমন্ত্রীর গাড়ি হিসেবে বিএমডব্লিউ ব্যবহার শুরু করেন৷ বর্তমানে মোদীর কনভয়ে থাকছে অন্তত ৬টি ৭৬০-এলআই লিমুজিন৷ ওই কনভয়কে ঘিরে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী (এসপিজি) থাকবে বিএমডব্লিউ এক্স-৫ এসইউভিতে৷

No comments:

Post a Comment