Monday, June 2, 2014

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদার

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদার

tapan
এই সময় ডিজিটাল ডেস্ক - প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদার। বেশি কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। দিল্লির এইমস-এ ভর্তি ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যার ভুগছিলেন প্রবীণ এই বিজেপি নেতা। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের কয়েকদিন পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে এইমস-এ স্থানান্তরিত করা হয় তাঁকে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু শেষরক্ষা হল না। আজ ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দমদম থেকে লোকসভা নির্বাচনে জিতে বাজপেয়ী জমানায় এনডিএ সরকারে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। পেশায় চিকিত্‍সক তপন শিকদারের জন্ম ১৯৪৪ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশের যশোর জেলায়। সদ্য সমাপ্ত লোকসভা ভোটেও দমদম কেন্দ্রে বিজেপির হয়ে নির্বাচনে লড়েছিলেন তিনি। গত ২৭ মে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি।

No comments:

Post a Comment