Monday, June 16, 2014

সাংবাদিক নির্যাতন অব্যাহত রেখেছে আওয়ামী লীগ

সাংবাদিক নির্যাতন অব্যাহত রেখেছে আওয়ামী লীগ
ঢাকা ১৬ জুন:
প্রকাশ : ১৬ জুন, ২০১৪

 বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, ক্ষমতাসীন মহাজোট সরকার প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক সংবাদকর্মীদের ওপর এখনো নির্যাতন ও হত্যা অব্যাহত রেখেছে।
১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দেয়া বাণীতে খালেদা এ অভিযোগ করেন।
বাণীতে খালেদা জিয়া বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। এদিনে তৎকালীন একদলীয় বাকশাল সরকার তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে দিয়ে গোটা জাতিকে হতভম্ব করে দিয়েছিল। ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মী বেকার হয়ে পড়েছিল।
তিনি বলেন, পরবর্তীকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে বাকশাল সরকারের সবধরনের অগণতান্ত্রিক কালো ধারা বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করেন। পরিতাপের বিষয় বর্তমান আওয়ামী সরকার পুরনো পথেই আবার যাত্রা শুরু করেছে। সাংবাদিক ও সংবাদপত্রের ওপর অব্যাহত জুলুম ও খবরদারির খড়গ ঝুলিয়ে রেখেছে। প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক সংবাদ কর্মীদের ওপর নির্যাতন ও হত্যা অব্যাহত রেখেছে। বিবৃতিতে তিনি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক ভাই ও বোনদের সদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
- See more at: http://www.jugantor.com/current-news/2014/06/16/111882#sthash.zYCbAbiJ.dpuf

No comments:

Post a Comment