ভাগীরথীতে ঝাঁপ বাসের, মৃত ১৩ রাশিয়ান
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডে ফের পর্যটক দলের উপর হানা দিল মৃত্যু বিভীষিকা। মঙ্গলবার উত্তরকাশীতে ভাগীরথীর বুকে বাস পড়ে মারা গেলেন ১৩ রুশ পর্যটক।।
এদিন সকালে ওই পর্যটকদের নিয়ে ট্যুরিস্ট বাসটি উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর উদ্দেশে রওনা দিয়েছিল। হরশিল ছাড়িয়ে ২ কিলোমিটার যাওয়ার পর দুপুর দু'টো নাগাদ আচমকা পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তা ছেড়ে বাসটি কয়েকশো ফিট নীচে ভাগীরথী নদীর বুকে আছড়ে পড়ে। জানা গিয়েছে, দুর্ঘটনায় ওই বাসের আরোহী ১৩ জন রুশ পর্যটকের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উত্তরকাশী জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনাটি ঘটেছে হৃষীকেশ-গঙ্গোত্রী জাতীয় সড়কের উপর।
প্রসঙ্গত, মাত্র কয়েক দিন আগেই হিমাচলের কুলুতে বিপাশা নদীর উপর নির্মিত বাঁধের জল হঠাত্ ছাড়ার ফলে মৃত্যু হয় ২৪ জন কলেজ পড়ুয়ার। সেই ক্ষত শুকোনোর আগেই এদিনের দুর্ঘটনায় আবার আতঙ্ক ছড়াল পর্যটকপ্রিয় এই রাজ্যে।
এদিন সকালে ওই পর্যটকদের নিয়ে ট্যুরিস্ট বাসটি উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর উদ্দেশে রওনা দিয়েছিল। হরশিল ছাড়িয়ে ২ কিলোমিটার যাওয়ার পর দুপুর দু'টো নাগাদ আচমকা পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তা ছেড়ে বাসটি কয়েকশো ফিট নীচে ভাগীরথী নদীর বুকে আছড়ে পড়ে। জানা গিয়েছে, দুর্ঘটনায় ওই বাসের আরোহী ১৩ জন রুশ পর্যটকের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উত্তরকাশী জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনাটি ঘটেছে হৃষীকেশ-গঙ্গোত্রী জাতীয় সড়কের উপর।
প্রসঙ্গত, মাত্র কয়েক দিন আগেই হিমাচলের কুলুতে বিপাশা নদীর উপর নির্মিত বাঁধের জল হঠাত্ ছাড়ার ফলে মৃত্যু হয় ২৪ জন কলেজ পড়ুয়ার। সেই ক্ষত শুকোনোর আগেই এদিনের দুর্ঘটনায় আবার আতঙ্ক ছড়াল পর্যটকপ্রিয় এই রাজ্যে।
No comments:
Post a Comment