Saturday, June 7, 2014

সপ্তদশীর আগুনে 'আখতারি' ঝাঁপ

সপ্তদশীর আগুনে 'আখতারি' ঝাঁপ

Shoaib-Akhtar
এই সময় ডিজিটাল ডেস্ক : পাত্র হলেন ৩৯ বছরের প্রাক্তন পাক ফাস্ট বোলার শোয়েব আখতার। আর পাত্রী ১৭ বছরের রুবাব।

শুনে অবাক লাগছে তো। চলতি মাসের ২০ তারিখেই রুবাবের সঙ্গে বিয়ের বন্ধনে জড়াতে চলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। পাকস্তানের একটি জনপ্রিয় সংবাদপত্রে শোয়েবের পরিবার জানিয়েছেন, আগামী ১২ তারিখে রাউলপিন্ডিতে নিজের বাড়িতে আসবেন শোয়েব। ১৯ তারিখে মেহেন্দি দিয়ে শুরু হবে বিয়ের নানা অনুষ্ঠান। হরিপুর বিলাবল হলে ২০ তারিখে হবে রুখসাতি এবং ২২ তারিখে ভালিমা অনুষ্ঠানটি হবে রাউলপিন্ডিতে।

সংবাদপত্রটি জানিয়েছে, গত ২ বছর ধরে পাত্রীর পরিবারের সঙ্গে শোয়েবের পরিবারের যোগাযোগ রয়েছে।। সেই সূত্র ধরেই বিয়ের কথা শুরু।বিশেষ সূত্রের খবর, গত বছর হজে আখতারের পরিবার মুস্তাক খানের সঙ্গে পরিচয় হয়। মুস্তাক হরিপুরের একজন ব্যবসায়ী।

No comments:

Post a Comment