Saturday, June 7, 2014

চাঁদের জন্ম নিয়ে নতুন তথ্য

চাঁদের জন্ম নিয়ে নতুন তথ্য
বাসস
প্রকাশ : ০৭ জুন, ২০১৪

নবীন পৃথিবী ও মহাকাশের অপর বস্তুর সংঘর্ষে চাঁদের জন্ম হয়েছে বলে জানিয়েছেন জার্মান বিজ্ঞানীরা। ১৯৬০-৭০-এর দশকে পাওয়া চাঁদের নমুনা বিশ্লেষণের পর তারা এ দাবি করেছেন। তাদের দাবি, পৃথিবীর জন্মের প্রথম দিকে থিয়া নামক মহাকাশের এক বিশাল বস্তুর সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষের তাত্ত্বিক মডেলে বলা হয়েছে, চাঁদের উপকরণের সঙ্গে সম্ভবত থিয়ার উপকরণে বেশি মিল রয়েছে। বলা হয়েছে, পৃথিবী থেকে মাত্র ১০ থেকে ৩০ এবং থিয়া থেকে বাকি ৭০ থেকে ৯০ শতাংশ উপকরণ চাঁদ সৃষ্টিতে ভূমিকা রাখে। কিন্তু বর্তমানে গবেষকরা বলছেন, চাঁদ সৃষ্টিতে পৃথিবী ও থিয়ার উপকরণ প্রায় সমান সমান হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরও গবেষণা দরকার বলে তারা মনে করছেন। গবেষণাপত্রের মূল লেখক ড্যানিয়েল হারওয়ার্টজ বলেন, পার্থক্য খুবই সামান্য। নিশ্চিত হওয়াও কঠিন।
- See more at: http://www.jugantor.com/last-page/2014/06/07/108530#sthash.gFvv4cMi.dpuf

No comments:

Post a Comment