Friday, June 13, 2014

খালেদাকে রিমান্ডে নিলেই জিয়ার হত্যাকারী সম্পর্কে জানা যাবে

খালেদাকে রিমান্ডে নিলেই জিয়ার হত্যাকারী সম্পর্কে জানা যাবে
কুষ্টিয়া, ১৩ জুন:
প্রকাশ : ১৩ জুন, ২০১৪

শেখ হাসিনা নয়, বেগম খালেদা জিয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকৃত হত্যাকারী সম্পর্কে জানা যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্যের জবাবে শুক্রবার কুষ্টিয়ায় নিজ বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাসসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হানিফ বলেন, আমি তারেকের সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। শুধু জনগণের পক্ষ থেকে তাকে বলতে চাই, বাবার হত্যার ঘটনা যদি সত্যিকার অর্থে জানতেই হয় রিমান্ডে শেখ হাসিনাকে নয়, রিমান্ডে নিয়ে তার মা খালেদা জিয়াকে জিজ্ঞাসা করলেই জানা যাবে তার বাবার হত্যাকারী কে ছিল।
সম্প্রতি তারেক রহমান এক অনুষ্ঠানে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিমান্ডে নিলেই জিয়াউর রহমানের হত্যার রহস্য উন্মোচন হবে।
বিএনপির আন্দোলনের হুমকির জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে দেশ অনেক এগিয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন এসেছে। দেশের মানুষ আর আন্দোলন সংগ্রাম দেখতে চায় না। তাদের আন্দোলন জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে।

No comments:

Post a Comment