Friday, June 6, 2014

রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মানববন্ধনে ককটেল বিস্ফোরণ ॥ শিশু আহত

রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মানববন্ধনে ককটেল বিস্ফোরণ ॥ শিশু আহত
নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ জুন ॥ আইএলও কনভেনশন ১২১ অনুসারে ক্ষতিপূরণ প্রদান, নিরাপদ কর্মস্থল ও ক্ষতিপূরণ আইন যুগোপযোগী করাসহ ৬ দফা দাবিতে শুক্রবার সকালে সাভারে ধসে পড়া রানা প্লাজার গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে রানা প্লাজার সামনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় এক শিশুর হাতে ককটেলটির বিস্ফোরণ ঘটলে সে আহত হয়। তাকে উদ্ধার করে ক্লিনিকে পাঠায় স্থানীয়রা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী থেকে রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুল হক বলেন, ইতিহাসে ভয়াবহ রানা প্লাজা ভবন ধসের এক বছর পার হলেও এখনও কোন ক্ষতিপূরণ না পেয়ে অনাহারে-অর্ধাহারে দিন পার করছে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। আমরা বিভিন্ন সময় ক্ষতিপূরণের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনসহ বিজিএমইএ ভবনে ক্ষতিপূরণের দাবি নিয়ে গেলেও তারা আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা না করে দুর্ব্যবহার করেছে। এছাড়াও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের দাবিকৃত ৭৭৭ শ্রমিককে চাকরি দেয়ার বিষয়টি মিথ্যা ও উদ্দেশ্যমূলক।
শ্রমিকদের মানববন্ধন চলাকালে রানা প্লাজা সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিন্দা প্রকাশ করে তিনি আরও বলেন, মামলা-হামলা আর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শ্রমিকদের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। ঈদের আগেই রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিতসহ অন্য গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মন্টু ঘোষ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া-শিল্পাঞ্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাস, বাংলাদেশ গার্মেন্টস এ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন প্রমুখ।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment