Tuesday, June 3, 2014

জামুড়িয়ায় ফের আক্রান্ত বিজেপি, অভিযুক্ত তৃণমূল

জামুড়িয়ায় ফের আক্রান্ত বিজেপি, অভিযুক্ত তৃণমূল

JAMURIA-R-SHARMA
সোমবার জামুড়িয়ায় ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফিরিয়েছিলেন সাংসদ বাবুল সুপ্রিয়৷
এই সময়: জামুড়িয়ায় ফের আক্রান্ত বিজেপি৷ সোমবার রাতে আক্রান্ত হন বালানপুরের বিজেপি কর্মী-সমর্থকরা৷ অভিযোগ, মারধরের পাশাপাশি রাতে বোমা, গুলি নিয়ে গ্রামে তাণ্ডব চালায় তৃণমূল৷ সোমবারই জামুড়িয়ায় ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফিরিয়েছিলেন সাংসদ বাবুল সুপ্রিয়৷ মঙ্গলবারও তিনি ত্রস্ত কর্মী-সমর্থকদের নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন৷ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বাবুল হুঁশিয়ারির সুরে বলেন, 'দিন কিন্ত্ত ক্রমশ বদলাচ্ছে৷'

কোচবিহারেও এক ওসির বিরুদ্ধে তৃণমূলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে তাঁর দল৷ এদিকে মঙ্গলবারেও অব্যাহত ভোট পরবর্তী অশান্তি৷ আরামবাগে পুড়িয়ে দেওয়া হয়েছে দুই সিপিএম কর্মীর বাড়ি৷ বর্ধমানের মন্তেশ্বরে আবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠেছে৷

সোমবার রাতে আক্রান্ত বিজেপি সমর্থকরা সকলেই বালানপুরের বাসিন্দা৷ অভিযোগ, গাড়ি করে বীজপুরে একটি জলসায় যাওয়ার পথে তাঁদের ঘিরে ধরেন তৃণমূলের লোকেরা৷ আক্রান্ত রাধিকা বাউড়ি বলেন, 'প্রায় ১০০ জন আমাদের গাড়ি ঘিরে ফেলে৷ নেতৃত্বে ছিলেন তৃণমূলের স্থানীয় নেতা সুকুমার বাউড়ি৷ ওরা আমাদের গাড়ির চালককে বেধড়ক পেটায়৷ আমাদেরও মারধর করে৷' অভিযোগ, গভীর রাতে বোমা-গুলি নিয়ে শুরু হয় তাণ্ডব৷ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের পাশাপাশি একটি বাড়ি লক্ষ গুলিও ছোড়া হয়৷

আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় মঙ্গলবার গ্রামে গেলে তাঁর হাতে গুলির খোল তুলে দেন স্থানীয় বাসিন্দারা৷ এ দিনও গ্রামবাসীদের প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন বাবুল৷ তাঁদের নিয়ে অভিযোগ দায়ের করাতে জামুড়িয়া থানায় গিয়ে তিনি শোনেন, আগেই উল্টো মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে বালানপুরের বাসিন্দাদের৷ এ জন্য ওসি অরূপ সরকারের কাছে ক্ষোভ প্রকাশ করেন৷
ওসিকে বাবুল বলেন, 'যাঁরা মার খেলেন, তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হল৷ কিন্ত্ত যে তৃণমূল সমর্থকরা হামলা চালাল, তাদের ছেড়ে দিলেন কেন?' থানায় তখন উপস্থিত পুলিশের সিআই বামাচরণ দাস৷ বাবুলের অভিযোগ, তিনি ন্যূনতম সৌজন্যটুকুও দেখাননি৷ সিআইকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'উঠে দাঁড়ান৷ ভদ্রতা শিখুন৷ মনে রাখবেন, চিরকাল একরকম থাকবে না৷' তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জামুড়িয়া ব্লক সভাপতি পূর্ণশশী রায় বলেন, 'ঘটনাটি দুই গ্রামের পুরোনো বিবাদের জের৷ এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই৷'

কোচবিহারে একই কারণে বক্সিরহাট থানার ওসির বিরুদ্ধে নালিশ জানাতে মঙ্গলবার পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে বিজেপি৷ হুগলির আরামবাগে যে দু'জন সিপিএম কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাঁরা গত সপ্তাহে দলের রাজ্য সম্পাদক বিমান বসুর সফরের সময় তাঁর সঙ্গে ছিলেন৷ দলের নেতা বিনয় দত্ত বলেন, 'শান্তি ফেরানোর দাবিতে আমরা গতকালই এসডিপিওর কাছে গিয়েছিলাম৷ এর পরেও এই ঘটনায় প্রশাসনের ভূমিকা সাধারণ মানুষ বুঝতেই পারছেন৷' তৃণমূল নেতা স্বপন নন্দী অবশ্য বলেন, 'মিথ্যা অভিযোগ করা হচ্ছে৷'

No comments:

Post a Comment