Tuesday, June 10, 2014

সরকারী চাকরিরত ১১৬ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল

সরকারী চাকরিরত ১১৬ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল
সংসদ রিপোর্টার ॥ ভুয়া সনদ দেখিয়ে সরকারী চাকরির ক্ষেত্রে সুযোগ গ্রহণ করা ১১৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করা হয়েছে। আরও অনেক সরকারী কর্মকর্তা-কর্মচারীর সনদ তদন্তাধীন আছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এটি তদন্ত করছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক মঙ্গলবার জাতীয় সংসদে চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। সরকারী দলের শরীফ আহমদের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সাদেক জানান, উপসচিব থেকে সচিব পর্যন্ত পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা বেশি। পদের সংখ্যা এক হাজার ৯৬১ আর বর্তমানে কর্মকর্তার সংখ্যা দুই হাজার ৫৮১। তিনি জানান, সরকারের অধীনস্থ সচিবের পদ ৫৩টি, অতিরিক্ত সচিবের পদ ১১৭টি, যুগ্ম সচিবের পদ ৫০৫টি এবং উপসচিবের পদ ১৩০৬টি। এর বিপরীতে কর্মরত আছেন সচিব পদে ৬৫ জন, অতিরিক্ত সচিব পদে ২৯৫ জন, যুগ্ম সচিব পদে ৯১৫ জন এবং উপসচিব পদে ১৩০৬ জন।
সংসদ সদস্য আনোয়ারুল আজীমের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বিভিন্ন মন্ত্রণালয়ে বর্তমানে ২ লাখ ২৮ হাজার ২৫৬ জনের পদ শূন্য রয়েছে। শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। এসব শূন্য পদে জনবল নিয়োগে প্রত্যেক মন্ত্রণালয় ও বিভাগ সচেষ্ট রয়েছে।
লক্ষ্মীপুর-৪ আসনের মোঃ আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে জানান, নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা-২০১০ জারির পর ২৮তম বিসিএস হতে ৩৩তম বিসিএস পর্যন্ত বিসিএস পরীক্ষা উত্তীর্ণ ২১ হাজার ৪২০ জন প্রার্থীর মধ্য থেকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার শূন্য পদে ১ হাজার ১৯৫ জন প্রার্থীকে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এই এমপির অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদকে প্রথম শ্রেণীতে উন্নীত করার বিষয়টি সরকার পরীক্ষা করছে।
বঙ্গভবনে মুক্তা চাষ
প্রকল্প বাতিল
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক জানান, নিরাপত্তার কথা বিবেচনা করে বঙ্গভবনের পুকুরে মুক্তা চাষ প্রকল্প বাতিল করা হয়েছে।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment