Friday, June 27, 2014

ছিনতাইকারীর রামদা’র আঘাতে গুরুতর আহত রামেন্দু মজুমদার

ছিনতাইকারীর রামদা’র আঘাতে গুরুতর আহত রামেন্দু মজুমদার

:: থিয়েটারের কথা ::

ছিনতাইকারীর কবলে পড়েছিলেন দেশের বরেণ্য নাট্য ব্যাক্তিত্ব ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের প্রেসিডেন্ট রামেন্দু মজুমদার। মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা রামদা দিয়ে রামেন্দু মজুমদার ও তার গাড়ী চালককে আঘাত করে। ছিনতাইকারীদের রামদার কোপে গুরুতর আহত রামেন্দু মজুমদারের ক্ষতস্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে।

রামেন্দু মজুমদার জানান- “মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে অংশ নিতে গিয়েছিলেন। ফেরার পথে রাত ১২টায় বিশেষ প্রয়োজনে রাজেন্দ্রপুর এলাকায় গাড়ি থামালে মুখ ঢাকা চারজন যুবক এসে তাঁদের ওপর আক্রমণ করে।”

তিনি আরো জানান- “এ সময় ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে টাকা, সোনার চেইন ও আংটি নিয়ে যায়। পরে একটি বেসরকারি হাসপাতালে রামেন্দু মজুমদারকে আর পঙ্গু হাসপাতালে গাড়িচালককে চিকিৎসা দেওয়া হয়।”

পান্থপথ : রাত ১২টা ২০ মিনিট ২৬ জুন ২০১৪
সম্পাদনা : পাভেল রহমান
ই-মেইল : paveljournalist@gmail.com
 — with Kaliyaganj AnanyaTheatre and 3 others.

No comments:

Post a Comment