Friday, June 13, 2014

রানাকে বাদ দিয়ে দুদকের মামলা অনুমোদন

রানাকে বাদ দিয়ে দুদকের মামলা অনুমোদন

ধসে পড়া ভবন রানা প্লাজা নির্মাণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে আলোচিত সোহেল রানাকে বাদ দিয়ে ১৭জনকে অভিযুক্ত করে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।গত বছরের ২৪ শে এপ্রিল রানা প্লাজা ধসে এগারশ’র বেশি গার্মেন্টস শ্রমিক নিহত হয়।সেই ঘটনায় অবহেলা জনিত হত্যাকান্ডসহ কয়েকটি মামলায় ভবনটির কর্ণধার সোহেল রানা গ্রেফতার রয়েছে।রানা প্লাজা নির্মাণে অনিয়ম বা দুর্নীতির অভিযোগে রাজউক বা অন্য সংস্থার মামলায় যাদের আগে আটক করা হয়েছিল, তাদের অনেকেই জামিনে মুক্ত রয়েছে।

http://www.bbc.co.uk/bengali/news/2014/06/140612_qk_rana_plaza_case.shtml
__._,_.___

No comments:

Post a Comment