গঙ্গায় থুতু ফেললে এবার সোজা জেলে !
এই সময় ডিজিটাল ডেস্ক: গঙ্গাকে দূষণ মুক্ত করতে এবার 'গঙ্গা শোধন প্রকল্প' তৈরি করতে চলেছে মোদী-সরকার। গঙ্গার জলে থুতু ও নোংরা জিনিসপত্র ফেলার ব্যাপারে কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, এমন কড়া আইন লাগু হবে যাতে, গঙ্গার জলে যত্রতত্র থুতু আর বর্জ্য ফেললে, সেই ব্যক্তির তিন বছর পর্যন্ত জেল হতে পারে। দশ হাজার টাকা জরিমানাও।।যদিও এখনও পর্যন্ত মন্ত্রক থেকে এমন কোনও নির্দেশনামা জারি করা হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে জলবন্টন মন্ত্রী উমা ভারতী বলেছিলেন, বিভিন্ন ক্ষেত্রে পরিচ্ছন্নতা আনতে নানা পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। তারমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল গঙ্গা। গঙ্গাকে মডেল করেই ভারতের অন্য নদীগুলির রূপ ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রের খবর, এমন কড়া আইন লাগু হবে যাতে, গঙ্গার জলে যত্রতত্র থুতু আর বর্জ্য ফেললে, সেই ব্যক্তির তিন বছর পর্যন্ত জেল হতে পারে। দশ হাজার টাকা জরিমানাও।।যদিও এখনও পর্যন্ত মন্ত্রক থেকে এমন কোনও নির্দেশনামা জারি করা হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে জলবন্টন মন্ত্রী উমা ভারতী বলেছিলেন, বিভিন্ন ক্ষেত্রে পরিচ্ছন্নতা আনতে নানা পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। তারমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল গঙ্গা। গঙ্গাকে মডেল করেই ভারতের অন্য নদীগুলির রূপ ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment