Saturday, June 14, 2014

নির্দেশিকায় বদল, শিক্ষকদেরও ছুটি

নির্দেশিকায় বদল, শিক্ষকদেরও ছুটি

এই সময়: মাত্র ২৪ ঘণ্টার ফারাকে সিদ্ধান্ত বদল রাজ্য সরকারের৷ বিতর্ক এড়াতে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকদেরও ছুটি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, একাদশ শ্রেণিতে ছাত্রভর্তির প্রক্রিয়া অব্যাহত রেখে সরকারি ও সরকার পোষিত সব ধরনের স্কুলে ১৬ থেকে ২৫ জুন পর্যন্ত ছাত্র-সহ শিক্ষক-শিক্ষাকর্মীরাও গরমের ছুটি পাবেন৷

যদিও শুক্রবার শিক্ষাসচিব অর্ণব রায়ের জারি করা নির্দেশিকায় বলা ছিল, শিক্ষকরা এই ছুটি পাবেন না৷ তা হলে কেন সিদ্ধান্ত পরিবর্তন? সে বিষয়ে অবশ্য শিক্ষামন্ত্রী স্পষ্ট করে কিছু বলেননি৷ এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে এটি 'সাংবাদিকদের এক্তিয়ারবহির্ভূত' বলে এড়িয়ে যান৷ তবে একাদশের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই বেশির ভাগ স্কুলে শেষ হয়ে গিয়েছে৷ কাল সোমবার থেকে বহু স্কুলে একাদশের ক্লাস শুরু হওয়ার কথা৷ সে ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ কী করবেন, তা নিয়ে অবশ্য নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে৷ পার্থবাবুর ব্যাখ্যা, 'শুক্রবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে অনেক বিষয় বলতে হয়েছিল৷ তার পরেও খবরের কাগজ থেকে বহু ফোন এসেছিল বিষয়টি জানতে৷ তাই আজ স্পষ্ট করে বলছি৷ এর মধ্যে কোনও বিভ্রান্তি নেই৷'

No comments:

Post a Comment