Thursday, June 5, 2014

বিশ্বকাপে বিষ ‘ব্রেজিলের বিচ্ছু’

বিশ্বকাপে বিষ ‘ব্রেজিলের বিচ্ছু’


showimg
চলছে সাংবাদিকদের বৈঠক।
এই সময় ডিজিটাল ডেস্ক: ব্রাজিল ২০১৪ বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র ৭ দিন বাকি। দেশ বিদেশের ক্রীড়ামোদীদের নজর এখন এই ফুটবল যুদ্ধের দিকেই থাকবে। আর দিন-রাত এক করে যে সমস্ত সাংবাদিকরা সবাইকে এই যুদ্ধের খুঁটিনাটি পৌঁছে দেবেন, তাঁদের জন্য কতটা নিরাপদ এই দেশ? রয়টার্সের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মাইক কোলেট তাঁর সতীর্থ সাংবাদিকদের জন্য ১৫টি করণীয়ের তালিকা তৈরি করে দিলেন। যা দেখলে মনে হতে পারে ব্রাজিল এক দুঃস্বপ্নের নাম। এক নজরে দেখা যাক সেই তালিকা—

১. মূল্যবান জিনিসপত্র নিয়ে রাস্তায় না বেরনোই ভাল। এত চোরেরা আকৃষ্ট হতে পারে। রাস্তায় লুটেরাদের পাল্লায় পড়লে, বিনা বাক্য ব্যয়ে ভদ্র লোকের মত আপনার কাছের সব মূল্যবান জিনিস তাদের হাতে তুলে দিন। পোশাক-আশাকও খুব দামি না পরাই ভাল। রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইলে কথা বলাও নিরাপদ নয়।

২. চলাফেরার সময় সর্বদা সতর্ক থাকুন। হেডফোনে গান শুনবেন না। নিশ্চিন্ত মনে হাঁটবেন না।

৩. এটিএম থেকে টাকা তোলার সময় চূড়ান্ত সতর্ক থাকুন। কারণ ব্রাজিলে ডেবিট কার্ড জালিয়াতির ঘটনা নিত্যদিনের। বিমানবন্দরের মধ্যে থাকা এটিএম গুলি এড়ায়ে চলুন। কারণ, জালিয়াতদের নজর ওতেই বেশি থাকে। ব্যবহার করার সময় আপনি জানবেনও কখন আপনার কার্ডটি কপি হয়ে গেল।

৪. কোনও গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করার সময় ছাড়া পাসপোর্ট হোটেলের জিম্মায় রেখে যাওয়াই ভাল। শুধু একটি ফটো কপি সঙ্গে রাখবেন।

৫. সঙ্গে ক্রেডিট কার্ড রাখবেন না। সারা দিনের ঘোরাফেরার জন্য যেটুকু দরকার সেটুকু টাকা নিয়ে বেরোন। দরকারে দু'টো ওয়ালেট রাখতে পারেন। একটিতে খুবই সামান্য টাকা নিয়ে বেরোন। আসলটি রাখুন হোটেলের জিম্মায়।

৬. রাতে রাস্তায় বেরোনোর সময় খুব সতর্ক থাকুন। পানশালা বা রেস্তোরাঁয় নিজের জিনিসপত্র নিজের কাছে রাখুন। অতিরিক্ত মদ্যপান বিপদ বাড়াবে বই কমাবে না।

৭. গলি ছেড়ে রাজপথে হাঁটাচলা করুন। ব্রাজিলে বৈভব আর দারিদ্র গলা জড়াজড়ি করে থাকে। শহরের সব থেকে বিলাসবহুল বাড়ির পিছনেই সব থেকে বিপজ্জনক বস্তি রয়েছে সেখানে। ফলে একটি ভুল আপনাকে চরম বিপদের মুখে ঠেলে দিতে পারে।

৮. হোটেল থেকে ট্যাক্সি ভাড়া করুন। অথবা স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিন। বিমানবন্দরে অফিশিয়াল ট্যাক্সিতে চাপুন।

৯. 'পকেটমার হইতে সাবধান'। যদিও এই সতর্কবাণী বাসে লেখা থাকবে না, তবুও বাসে চাপার সময় অবশ্যই পকেটের দিকে খেয়াল রাখুন।

১০. রাতে গাড়ি না চালানোই ভাল। বিশষত যদি বেশি দূরের পথ হয়। নিজে গাড়ি চালানোর চেষ্টা করবেন না।

১১. দরজার ওপারে কে আছে, সে সম্বন্ধে শতকরা একশো ভাগ নিশ্চিত না হয়ে হোটেলের দরজা খুলবেন না। আপনি হোটেলের ঘরে কাকে চান বা চান না, সে সম্বন্ধে কর্তৃপক্ষকে আগাম বলেও রাখতে পারেন। তবে অভ্যাগতদের বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব রাখুন।

১২. অন্ধকার হওয়ার পর কোনও পার্ক বা সমুদ্র সৈকতে একা হেঁটে বেড়াবেন না।

১৩. জনবহুল জায়গায় ওয়াই-ফাই ব্যবহার করবেন না। কারণ অনলাইন ব্যাঙ্ক জালিয়াতির ক্ষেত্রে ব্রাজিল পৃথিবীতে দু' নম্বর স্থান অধিকার করে আছে।

১৪. ট্যাক্সিতে বসে ল্যাপটপ, মোবাইল, ট্যাব ইত্যাদি ব্যবহার করবেন না। ছিনতাইবাজরা প্রায় সব সময় এগুলো নজরে রাখে। সিগনালে লালবাতি জ্বললেই আপনার সাধের জিনিসটি আর আপনার নাও থাকতে পারে।

১৫. স্টেডিয়ামে বসে খেলা দেখার সময়ও সতর্কতা প্রয়োজন। পেশাদার চোরেরা এই জায়গাগুলোকে লক্ষ্য করে। স্টেডিয়ামে চুরির ঘটনা লাতিন আমেরিকার অন্যতম সমস্যা।

কোলেট মহাশয়ের এ হেন সাবধান বাণী শুনে অনেকেরই চক্ষু চড়ক গাছ হতে পারে। 'ব্রেজিলের বিচ্ছু'দের উপদ্রবও হয়তো থাকবে। তবুও ফুটবল বিশ্বকাপের উন্মাদনা থাকবে। থাকবে শিল্প ও ট্যাক্টিক্যাল ফুটবলের মরণপণ লড়াই। এই দু'য়ের সহাবস্থানেই ব্রাজিল হয়তো ব্রাজিলেই থাকবে। ব্যাপারটা অনেকটা 'অক্সিমোরন'— ভয়ঙ্কর সুন্দর।

No comments:

Post a Comment