Sunday, June 8, 2014

মেঘালয়ের দুই জঙ্গি ধৃত কলকাতায়

মেঘালয়ের দুই জঙ্গি ধৃত কলকাতায়

arrst
এই সময়: মেঘালয়ের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)৷ মেঘালয় পুলিশের কাছ থেকে খবর পেয়ে রবিবার সকালে দক্ষিণ কলকাতার মুকুন্দপুর থেকে ওই দু'জনকে পাকড়াও করেন গোয়েন্দারা৷ পুলিশ জানায়, ধৃতরা হল অ্যালবার্ট জিরওয়া ওরফে অ্যালবার্ট জারোয়া এবং অমর সিংহ৷ ধৃতদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তোলাবাজির জন্য ভয় দেখানোর পাশাপাশি বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) অভিযোগ রয়েছে৷ মুকুন্দপুরের শাহ গেস্টহাউসে তারা বেশ কয়েক দিন ধরে গা ঢাকা দিয়ে থাকছিল৷ মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলার পুলিশ সুপার মরিয়ম খারক্রাং জানিয়েছেন, ধৃতরা হাইনিট্রেপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল (এইচএনএলসি) নামে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য৷ ট্রানজিট রিমান্ডে তাদের হেফাজতে নেবে মেঘালয় পুলিশ৷ এ জন্য তাদের একটি টিম কলকাতায় রওনা হয়ে গিয়েছে৷

গোয়েন্দা সূত্রের খবর, গত এপ্রিল মাসে কলকাতা থেকেই এই সংগঠনের আরও দুই সদস্য ধরা পড়েছিল৷ তাদের মধ্যে একজন হল ফিরনেইলাং সুয়ের ওরফে প্যাস্টর৷ মেঘালয় পুলিশের এই প্রাক্তন কনস্টেবল বছরখানেক আগেই এইচএনএলসিতে নাম লিখিয়েছিল৷ ওই সংগঠনের এরিয়া কম্যান্ডার ছিল প্যাস্টর৷ খারক্রাং বলেন, 'অ্যালবার্ট ও অমর সরাসরি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এমন নয়৷ তারা প্যাস্টরেরই কোনও নির্দেশ পালন করতেই কলকাতায় এসেছিল৷ প্যাস্টরকে জেরা করেই ওই দু'জনের নাম পাওয়া যায়৷ মেঘালয় ছাড়াও বাংলাদেশের কিছু অংশে এই নিষিদ্ধ সংগঠনটি সক্রিয়৷ তবে ধৃতরা বাংলাদেশে যাওয়ার জন্যই কলকাতায় গা ঢাকা দিয়েছিল বলে মনে হয় না৷' পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাসি হিলসের এই সংগঠনটি মেঘালয়ের পূর্ব প্রান্তে স্বাধীন হাইনিট্রেপ গড়ার জন্য লড়াই করছে৷ বাংলাদেশ সীমান্তে গোপন ডেরা থেকে মাঝেমধ্যেই তারা মেঘালয়ে অপারেশন চালায়৷ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর ছাত্রছাত্রী কলকাতায় পড়তে এসে যাদবপুর, গড়িয়া-সহ বিভিন্ন জায়গায় থাকেন৷ অনেকে চিকিত্‍সার জন্যও কলকাতায় এসে গেস্টহাউস বা ঘর ভাড়া নেন৷ সেই সুযোগ কাজে লাগিয়েই ধৃতরা এখানে গা ঢাকা দিয়েছিল৷

No comments:

Post a Comment