এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভায় নিজের প্রথম ভাষণ দিতে উঠেই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী যে ভাবে ৩৪ বছরের বাম অপশাসন শেষ করেছেন, তা প্রশংসনীয়।' উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে থেকেই নমো-মমতা বাকযুদ্ধ তুঙ্গে ছিল। সেই রেশ টেনে আমন্ত্রণ সত্ত্বেও শপথগ্রহণ অনুষ্ঠানে যাননি মুখ্যমন্ত্রী। কিন্তু এদিন লোকসভায় মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ফের কিছুটা বরফ গলানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী।
অন্য দিকে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণের পর যে আলোচনা শুরু হয়েছিল, এদিন তারও জবাব দেন নমো।
তিনি বলেন, 'সংসদে অনেক প্রবীণ নেতা রয়েছেন, আমি কোনও ভুল করে বসলে ক্ষমা করবেন।' রাষ্ট্রপতি তাঁর ভাষণে যে প্রস্তাব রেখেছিলেন সে প্রসঙ্গে মোদী বলেন, 'বিরোধীরা জিগ্যেস করছে, কী ভাবে আমি সমস্ত প্রতিশ্রুতি পুরো করব। কখন পুরো করব। বিরোধীরা সঠিক প্রশ্ন তুলেছেন। আমি এমন প্রশ্নই প্রত্যাশা করেছিলাম।' তাঁর আশ্বাস, রাষ্ট্রপতি নিজের ভাষণে যা যা বলেছেন, সে সবই তিনি বাস্তবায়িত করবেন।
লোকসভায় গুজরাতকে স্মরণ করতে ভোলেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেন, গুজরাত বিধানসভায় তিনি প্রতিটি গ্রামে বিদ্যুত্ পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন তখন কংগ্রেস প্রশ্ন তুলেছিল। কিন্তু এখন গুজরাতের প্রতিটি গ্রামে বিদ্যুত্ পৌঁছেছে।
নমো বলেন, রাষ্ট্রপতির ভাষণে যে সকল প্রতিশ্রুতি রয়েছে, তা পুরো করতে কোনও ফাঁক রাখবেন না। সেই সমস্ত প্রতিশ্রুতি করার জন্য সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ক্ষমতায় আসার পর লোকসভার কেন্দ্রীয় হলে প্রথম তিনি বলেছিলেন 'এই সরকার গরিবদের সমর্পিত।' এদিন নিজের ভাষণে ফের সেই কথা মনে করিয়ে দেন নমো। পাশাপাশি তিনি এ-ও বলেন যে, গ্রামই দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে পারে।
পাশাপাশি পুণে এবং উত্তরপ্রদেশের ঘটনায় কড়া পদক্ষেপের কথা বলেন নমো। আবার কংগ্রেস জামানায় বিভিন্ন কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে এনে 'স্ক্যাম ইন্ডিয়া'কে 'স্কিল ইন্ডিয়া' বানানোর কথা বলেছেন তিনি।
অন্য দিকে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণের পর যে আলোচনা শুরু হয়েছিল, এদিন তারও জবাব দেন নমো।
তিনি বলেন, 'সংসদে অনেক প্রবীণ নেতা রয়েছেন, আমি কোনও ভুল করে বসলে ক্ষমা করবেন।' রাষ্ট্রপতি তাঁর ভাষণে যে প্রস্তাব রেখেছিলেন সে প্রসঙ্গে মোদী বলেন, 'বিরোধীরা জিগ্যেস করছে, কী ভাবে আমি সমস্ত প্রতিশ্রুতি পুরো করব। কখন পুরো করব। বিরোধীরা সঠিক প্রশ্ন তুলেছেন। আমি এমন প্রশ্নই প্রত্যাশা করেছিলাম।' তাঁর আশ্বাস, রাষ্ট্রপতি নিজের ভাষণে যা যা বলেছেন, সে সবই তিনি বাস্তবায়িত করবেন।
লোকসভায় গুজরাতকে স্মরণ করতে ভোলেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেন, গুজরাত বিধানসভায় তিনি প্রতিটি গ্রামে বিদ্যুত্ পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন তখন কংগ্রেস প্রশ্ন তুলেছিল। কিন্তু এখন গুজরাতের প্রতিটি গ্রামে বিদ্যুত্ পৌঁছেছে।
নমো বলেন, রাষ্ট্রপতির ভাষণে যে সকল প্রতিশ্রুতি রয়েছে, তা পুরো করতে কোনও ফাঁক রাখবেন না। সেই সমস্ত প্রতিশ্রুতি করার জন্য সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ক্ষমতায় আসার পর লোকসভার কেন্দ্রীয় হলে প্রথম তিনি বলেছিলেন 'এই সরকার গরিবদের সমর্পিত।' এদিন নিজের ভাষণে ফের সেই কথা মনে করিয়ে দেন নমো। পাশাপাশি তিনি এ-ও বলেন যে, গ্রামই দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে পারে।
পাশাপাশি পুণে এবং উত্তরপ্রদেশের ঘটনায় কড়া পদক্ষেপের কথা বলেন নমো। আবার কংগ্রেস জামানায় বিভিন্ন কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে এনে 'স্ক্যাম ইন্ডিয়া'কে 'স্কিল ইন্ডিয়া' বানানোর কথা বলেছেন তিনি।
No comments:
Post a Comment