Monday, June 16, 2014

ইরাকে ১৭০০ সেনা হত্যার দাবি করেছে বিদ্রোহীরা

ইরাকে ১৭০০ সেনা হত্যার দাবি করেছে বিদ্রোহীরা
অনলাইন ডেস্ক ১৬ জুন :
প্রকাশ : ১৬ জুন, ২০১৪

ইরাকের বিদ্রোহী সংগঠন জিহাদিস্ট ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লিভ্যান্ট (আইএসআইএল) দেশটির ১ হাজার ৭০০ সেনাকে হত্যার দাবি করেছে। এই দাবির সমর্থনে ইন্টারনেটে হত্যার ছবিও পোস্ট করেছে বিদ্রোহীরা।
অবশ্য বিদ্রোহীদের দাবি এবং ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ইরাকি সরকারও এই গণহত্যা কোথায় সংঘটিত হয়েছে তা সন্দেহ প্রকাশ করেছে।
বিদ্রোহীরা দাবি করছে, সালাহুদ্দিন প্রদেশে এই গণহত্যা সংঘটিত হয়েছে। তবে ওই এলাকায় বড় কোনো শেষকৃত্য অনুষ্ঠানের খবর পাওয়া যায়নি।
বিদ্রোহীদের দাবি সত্য হলে সাম্প্রতিক বছরগুলোতে এটাই হবে সিরিয়া কিংবা ইরাকের সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা। এই গণহত্যায় নিহতের সংখ্যা গত বছরের সিরিয়ায় রাসায়নিক হামলায় নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে।
বিদ্রোহীদের হত্যাকাণ্ডের বিষয়টি সত্য হলে ইরাকে নতুন করে যে গৃহযুদ্ধ শুরু হয়েছে, তা গণহত্যায় রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে ইরাকে শিয়া ও সুন্নী সম্প্রদায়ের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ও তিকরিতসহ বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আইএসআইএল। এখন ইরাকে সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরান বিদ্রোহীদের দমনে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে। সূত্র : এনডিটিভি
- See more at: http://www.jugantor.com/current-news/2014/06/16/111890#sthash.nbASbolc.dpuf

No comments:

Post a Comment