Monday, June 9, 2014

সংলাপে বসতে সংঘাতের রাজনীতি পরিহার করতে হবে

সংলাপে বসতে সংঘাতের রাজনীতি পরিহার করতে হবে
ঢাকা, ৯ জুন:
প্রকাশ : ০৯ জুন, ২০১৪

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে যেকোন সময়ে সংলাপে বসতে প্রস্তুত  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আপনি সংলাপে বসতে রাজি, ভালো কথা। কিন্তু এ জন্য আপনাকে সংঘাতের রাজনীতি পরিহার করতে হবে। কারণ অতীতে আপনি সংলাপকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে সংঘাতের রাজনীতি করেছেন।
সোমবর দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে “নৌকা সমর্থক গোষ্ঠী” আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সংবিধান মেনে, স্বাধীনতার মূল্যবোধের প্রতি আস্থা রেখে আলোচনায় আসতে হবে। আওয়ামী লীগ সব সময় আলোচনায় বিশ্বাসী। তবে খালেদা জিয়া কখন কোথায় কোন বিষয় নিয়ে আলোচনা করবেন, সেটা আগে নির্ধারণ করুন।
স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন, ফয়েজউদ্দিন মিয়াসহ প্রমুখ বক্তব্য দেন।

No comments:

Post a Comment