Sunday, June 8, 2014

আগামী সপ্তাহে সিবিআইয়ের জেরা শুরু

আগামী সপ্তাহে সিবিআইয়ের জেরা শুরু

এই সময়: সারদা কেলেঙ্কারির তদন্তে আগামী সপ্তাহ থেকেই পুরোদমে জেরা শুরু করতে চলেছে সিবিআই৷ ডেকে পাঠানো হবে তালিকায় নাম থাকা ব্যক্তিদের৷ সিবিআই সূত্রে খবর, এমন ব্যক্তির সংখ্যা প্রায় ৫০৷ ঘটনা হল, তালিকাভুক্ত অনেকের নামই সুদীপ্ত সেনের চিঠিতে রয়েছে৷

একই সঙ্গে আদালতে আবেদন জানিয়ে সুদীপ্ত সেন, কুণাল ঘোষদের নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ জানা গিয়েছে, যে তিনটি এফআইআর সিবিআইয়ের পক্ষ থেকে দায়ের করা হয়েছে, তাতে একটিতে মুর্শিদাবাদ এবং বহরমপুরের দু'টি অভিযোগের উল্লেখ থাকলেও, বাকি দু'টিতে কলকাতা পুলিশ এলাকায় থাকা দু'টি মামলা এবং তৃতীয়টিতে ১০২ নম্বর এবং ৫৫ নম্বর মামলাকে সংযুক্ত করা হয়েছে৷ সুপ্রিম কোর্টও তাদের নির্দেশে বিধাননগর কমিশনারেটের ১০২ নম্বর মামলাটির তদন্ত করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিল৷

এদিকে সারদার অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানিয়েছেন, 'আমরা খোঁজ নিয়ে জেনেছি ব্যাঙ্কশাল কোর্টে সিবিআই একটি এফআইআর জমা দিয়েছে৷ কিন্ত্ত বাকিগুলি কোথায় হয়েছে, তা এখনও জানা যায়নি৷' কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, সিবিআইকে লেখা সুদীপ্ত সেনের চিঠিতে যাঁদের নাম করা হয়েছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে ইডি ইতিমধ্যেই জেরা করেছে৷ বেশ কিছু তথ্যও উঠে এসেছে তার থেকে৷ যেমন কংগ্রেসের প্রাক্তন সাংসদের স্ত্রী স্বীকার করে নিয়েছেন তিনি সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নিয়েছিলেন৷ শাসকদল তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন সাংসদকেও ডাকা হয়েছিল৷ সে সব তথ্য ইডির কাছে রয়েছে৷

কিন্ত্ত চিঠির বাইরে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নাম এখনও রয়ে গিয়েছে৷ যাঁদের নাম প্রকাশ্যে আসেনি, তাঁদের সামনে আনাই এখন তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ এদের মধ্যে প্রাক্তন পুলিশকর্তা যেমন রয়েছেন, তেমনই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরাও রয়েছেন৷ কী ভাবে এঁরা সারদার সঙ্গে যুক্ত হয়েছিলেন, তা-ও জানতে চাইবে সিবিআই৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, ইডি যে ভাবে এই তদন্তের কাজ চালিয়েছে, তাতে তাদের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে অনেকটা সুবিধা হচ্ছে৷ কারণ প্রাথমিক কাজগুলি ইডির তদন্তেই উঠে এসেছে৷

No comments:

Post a Comment