Thursday, June 5, 2014

বাংলাদেশকে ভারত কিভাবে দেখতে চায়

বাংলাদেশকে ভারত কিভাবে দেখতে চায়

এরশাদ মজুমদার

 কালিদাস বৈদ্য ‘বাঙ্গালীর মুক্তিযুদ্ধ: অন্তরালের শেখ মুজিব’ নামে একটি বই লিখেছেন। তাতে মুজিবনগর সরকারের সাথে ইন্দিরা গান্ধীর একটি গোপন চুক্তির উল্লেখ করা হয়েছে। কালিদাস বৈদ্য এক সময় বঙ্গ সেনা নামে একটি বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। বিষয়টি ইন্দিরা গান্ধী জানতেন।

গোপন চুক্তিটি স্বারিত হওয়ার পরই ভারত পাকিস্তান আক্রমণ করে। ৭ দফা চুক্তিটি হচ্ছে নিম্নরূপ :
১।ভারত স্বীকৃত মুক্তিযোদ্ধারাই দেশের প্রশাসন চালাবে। অন্যদেরকে চাকরি ও কর্মস্থল থেকে সরিয়ে দেয়া হবে।
২।ভারত ও বাংলাদেশ সেনাবাহিনী একটি যৌথ বাহিনীতে পরিণত হবে। এর প্রধান থাকবেন ভারতের সেনাবাহিনী প্রধান।
৩।বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না।
৪।সামরিক বাহিনীর পরিবর্তে একটি প্যারা মিলিটারি ফোর্স গঠন করা হবে, যা অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা দেখাশোনা করবে।
৫।দুই দেশের মধ্যে একটি মুক্তবাজার থাকবে।
৬।ভারত সরকার বাংলাদেশে দীর্ঘ দিনের জন্য অবস্থান করবে।
৭।বাংলাদেশ ও ভারতের অভিন্ন পররাষ্ট্র নীতি থাকবে।
এই ৭ দফা বাংলাদেশ আজো বাস্তবায়ন করেনি। কিন্তু দিল্লি তা বাস্তবায়ন করতে চায়।



No comments:

Post a Comment