নীতি-দুর্নীতিতে এক ত্রিমূর্তিকে হারান: বৃন্দা কারাত
প্রসূন রায়

সালানপুরে কালি তলা মাঠে বক্তব্য রাখছেন বৃন্দা কারাত।
চিত্তরঞ্জন, ২রা মে - শ্রমজীবীদের ঘরে ডাকাত ঢুকেছে। আঘাত পড়েছে জীবিকার ওপর। কংগ্রেস, বি জে পি, তৃণমূলের নীতিতে সারা দেশে সত্তরটি পরিবার ফুলে ফেঁপে উঠেছে। অন্যদিকে, এদের শাসনে কৃষক ফসলের দাম পাচ্ছে না, শ্রমিক মজুরি পাচ্ছে না, বেকার কাজ পাচ্ছে না, মহিলারা সম্মান পাচ্ছেন না। এদের কারো নির্বাচনী ইশ্তেহারে শ্রমের অধিকারের কথা বলা নেই। রয়েছে কর্পোরেটদের কথা। নীতি দুর্নীতিতে এরা সবাই এক। এই ত্রিমূর্তিকে পরাজিত করে বামপন্থীদের সংসদে পাঠিয়ে কেন্দ্রে বিকল্প সরকারের সম্ভাবনাকে উজ্জ্বল করতে হবে। যারা কাজ করবে শ্রমজীবীদের স্বার্থ রক্ষায়। শুক্রবার সালানপুরের কালিতলা মাঠে এবং জামুড়িয়ার থানা ময়দানে আসানসোল লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী বংশগোপাল চৌধুরীর সমর্থনে দুটি জনসভায় একথা বলেন সি পি আই (এম) পলিট ব্যুরোর সদস্যা বৃন্দা কারাত।
বৃন্দা কারাত বলেন, গত তিন বছরে রাজ্যে নতুন কোন শিল্প হয়নি। জামুড়িয়া থেকে সালানপুরে বামফ্রন্টের সময়কার শিল্পগুলি ধুঁকছে। বহু শ্রমিক ছাঁটাই হয়েছেন। শিল্পাঞ্চলের বেকাররা কাজ পাচ্ছেন না। তিনি তুলনা দিয়ে বলেন কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্যাম্পেল সার্ভে বলছে ২০০৪-১১ বামফ্রন্টের সময়ে উৎপাদন ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হয়েছিল সারা দেশের চল্লিশ শতাংশ। পশ্চিমবঙ্গে মহিলাদের সম্মান রক্ষা করতে পারছেন না মুখ্যমন্ত্রী। উলটে অপরাধীদের পক্ষে সাফাই গাইছেন। শ্রমিক, কৃষক, মহিলা, ছাত্র, যুব কেউই বলছেন না এই সরকার তাদের, একমাত্র এই সরকারকে নিজেদের সরকার বলছে অপরাধীরা।
তিনি বলেন, শাসক দলের দুষ্কৃতীরা ভিন্ন ভাষাভাষী শ্রমিকদের অসম্মানিত করছে। ফুরফুরা শরিফের পিরজাদার ওপর আক্রমণ করেছে। এতো মোদীর কাজ! তৃণমূল বি জে পি-র সাথে ‘লুড়া কুস্তি’ (মিছি মিছি লড়াই) লড়ছে। তৃণমূল একবার কংগ্রেস একবার বি জে পি এভাবে দু নৌকায় পা রেখে চলেছে। অচিরেই জলে পড়বে। তিনি বলেন, ৭ই মে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ দিন। শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলে ভোট লুট হতে দেবেন না। আপনাদের প্রতিরোধে ভোট লুটেরারা হওয়ায় উড়ে যাবে।
সালানপুরের সভায় সভাপতিত্ব করেন সি পি আই (এম) বারাবনি জোনাল কমিটির সম্পাদক অসীম ব্যানার্জি। বক্তব্য রাখেন প্রার্থী বংশগোপাল চৌধুরী, পার্টির রাজ্য কমিটির সদস্য আভাস রায় চৌধুরী প্রমুখ। ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য ভবানী আচার্য, পার্টি নেতা নুরুল ইসলাম প্রমূখ। জামুড়িয়ায় সভাপতিত্ব করেন পার্টির অজয় জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্ত।
- See more at: http://ganashakti.com/bengali/news_details.php?newsid=55640#sthash.Sllol6pz.dpufবৃন্দা কারাত বলেন, গত তিন বছরে রাজ্যে নতুন কোন শিল্প হয়নি। জামুড়িয়া থেকে সালানপুরে বামফ্রন্টের সময়কার শিল্পগুলি ধুঁকছে। বহু শ্রমিক ছাঁটাই হয়েছেন। শিল্পাঞ্চলের বেকাররা কাজ পাচ্ছেন না। তিনি তুলনা দিয়ে বলেন কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্যাম্পেল সার্ভে বলছে ২০০৪-১১ বামফ্রন্টের সময়ে উৎপাদন ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হয়েছিল সারা দেশের চল্লিশ শতাংশ। পশ্চিমবঙ্গে মহিলাদের সম্মান রক্ষা করতে পারছেন না মুখ্যমন্ত্রী। উলটে অপরাধীদের পক্ষে সাফাই গাইছেন। শ্রমিক, কৃষক, মহিলা, ছাত্র, যুব কেউই বলছেন না এই সরকার তাদের, একমাত্র এই সরকারকে নিজেদের সরকার বলছে অপরাধীরা।
তিনি বলেন, শাসক দলের দুষ্কৃতীরা ভিন্ন ভাষাভাষী শ্রমিকদের অসম্মানিত করছে। ফুরফুরা শরিফের পিরজাদার ওপর আক্রমণ করেছে। এতো মোদীর কাজ! তৃণমূল বি জে পি-র সাথে ‘লুড়া কুস্তি’ (মিছি মিছি লড়াই) লড়ছে। তৃণমূল একবার কংগ্রেস একবার বি জে পি এভাবে দু নৌকায় পা রেখে চলেছে। অচিরেই জলে পড়বে। তিনি বলেন, ৭ই মে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ দিন। শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলে ভোট লুট হতে দেবেন না। আপনাদের প্রতিরোধে ভোট লুটেরারা হওয়ায় উড়ে যাবে।
সালানপুরের সভায় সভাপতিত্ব করেন সি পি আই (এম) বারাবনি জোনাল কমিটির সম্পাদক অসীম ব্যানার্জি। বক্তব্য রাখেন প্রার্থী বংশগোপাল চৌধুরী, পার্টির রাজ্য কমিটির সদস্য আভাস রায় চৌধুরী প্রমুখ। ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য ভবানী আচার্য, পার্টি নেতা নুরুল ইসলাম প্রমূখ। জামুড়িয়ায় সভাপতিত্ব করেন পার্টির অজয় জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্ত।
No comments:
Post a Comment