Saturday, May 3, 2014

দমদমে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূলীরা

দমদমে বাড়ি বাড়ি গিয়ে 
হুমকি দিচ্ছে তৃণমূলীরা

নিজস্ব প্রতিনিধি

কলকাতা, ২রা মে — ‘ভোট দিতে গেলেই লাশ পড়ে যাবে।’ গভীর রাতে বাড়িতে বাড়িতে এই হুমকির সঙ্গে মারধর, অশ্রাব্য গালিগালাজ। দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় সি পি আই (এম) সমর্থকদের বাড়িতে গিয়ে এই হুমকিই দিচ্ছে তৃণমূলীরা। বৃহস্পতিবার রাতে দমদমের নিমতা নারায়ণপল্লীতে এরকম ঘটনার খবর পাওয়া গেছে। শক্তি সংঘ ক্লাবের লাগোয়া বেশ কয়েকটি বাড়িতে একদল তৃণমূলী রাত পর্যন্ত এই তাণ্ডব চালায়। দরজায় লাথি দিয়ে ধাক্কা মেরে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করায় দু’জনকে বেধড়ক মারধরও করে তৃণমূলীরা। তৃণমূলীদের স্পষ্ট হুমকি, ‘তোরা কেউ ভোট দিতে যাবি না, গেলেই লাশ পড়ে যাবে।’ যাঁদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে তাঁদের মধ্যে ব্যাঙ্ক কর্মচারী, সরকারী কর্মচারীও আছেন। শুক্রবার স্থানীয় সি পি আই (এম) কাউন্সিলর তপতী রায় এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে বলেন, আমরা থানায় অভিযোগ জানিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
- See more at: http://ganashakti.com/bengali/news_details.php?newsid=55641#sthash.mxND7w8d.dpuf

No comments:

Post a Comment