Friday, May 2, 2014

আতংকের জনপদে ফের অপহরণ ২৭ ঘন্টা পর ছেড়ে দিল অপহরণকারীরা

আতংকের জনপদে ফের অপহরণ

২৭ ঘন্টা পর ছেড়ে দিল অপহরণকারীরা

বিশেষ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রতিনিধি
আতংকের জনপদ নারায়ণগঞ্জে অপহরণের এক ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটছে আরেক ঘটনা। কিন্তু কোনটারই কূল-কিনরা মিলছে না। ফলে ব্যবসায়ী থেকে শুরু করে সব পেশার মানুষের মধ্যে বিরাজ করছে স্বজন হারানোর অজানা আশঙ্কা। এদিকে বহুল আলোচিত প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত অপহরণ ও খুনের পাঁচ দিনের মাথায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবারও অপহরণের ঘটনা ঘটে। তবে অপহরণের ২৭ ঘন্টা পর গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় সাইফুল ইসলামকে (৩৮) সাভারে নবীনগর এলাকা থেকে র্যাব-৪ এর একটি টিম উদ্ধার করে।

সাইফুল ইসলাম বৃহস্পতিবার রাত নয়টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে নিখোঁজ হন। পরিবার বলছে, সাইফুলকে অপহরণ করে তার মুক্তির জন্য ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল ইসলামের ম্যানেজার আব্দুল হান্নানকে আটক করেছে। 

র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান, সাইফুল ইসলামের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাইফুল ইসলামের ভাতিজা মোহাম্মদ সুমন জানান, সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকার রাস্তার পাশে দৃর্বত্তরা তাকে হাত পা-বাঁধা অবস্থ্ায় ফেলে যায়। পরে সাইফুল ইসলাম পথচারীদের সহায়তায় হাত পায়ের বাঁধন খোলেন। এরপর তিনি কোন ব্যক্তির ফোনে চাচি (সাইফুলের স্ত্রীর আফরিন সুলতানা) সঙ্গে যোগাযোগ করেন। এরপর সাইফুলের স্ত্রী বিষয়টি র্যাবকে জানান। র্যাব-এর একটি টিম তাকে উদ্ধার করে নবীনগর ক্যাম্পে নিয়ে যায়।

র্যাব কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সানারপাড় এলাকা থেকে সাত-আটজন যুবক তাকে অস্ত্রেরমুখে মাইক্রোবাসে তোলে। তাদের সবারই বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। মাইক্রোবাসে তোলার পর তার চোখ বেঁধে ফেলে। আর ঘটনার পর থেকে তারা সারাদিনই মাইক্রোবাসে করে ঘোরায়। এসময় তাকে শুধু পানি ( কিছু একটা মিশিয়ে) খেতে দেয়া হয়েছে। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, সাইফুল ইসলাম খুব অসুস্থ। 

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'ব্যবসায়ী অপরহণের ঘটনায় সন্দেহভাজন একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আশা করি, খুব দ্রুত অপহূতকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।' প্যানেল মেয়রসহ ৭ অপহরণ ও খুনের ব্যাপারে তিনি বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা সবাই আ্ত্তগোপন করেছে। তাদের গ্রেফতারে সর্বা্তক চেষ্টা চলছে। পাশাপাশি সন্দেহভাজনদের তালিকা করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, 'ব্যবসায়ী সাইফুল ইসলাম নিখোঁজ হবার ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এখনও বলার মত কোন অগ্রগতি হয়নি। তবে খুব দ্রুত সাইফুল ইসলামকে উদ্ধার করা সম্ভব হবে।' 

সড়ক অবরোধ ও বিক্ষোভ : ব্যবসায়ী সাইফুল ইসলাম অপহরণের ঘটনা জানাজানি হলে গতকাল শুক্রবার সকালে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। তারা সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় বন্ধ হয়ে যায় সব ধরনের যান চালাচল। পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে গেলে তারা পুলিশকে তিন ঘন্টার সময় বেঁধে দেয়। আর তাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে সাইফুল ইসলামকে উদ্ধার করা না গেলে তারা আবার মহাসড়ক অবরোধ করবে বলে ঘোষণা দেয়। বেলা সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়। 

কিন্তু বেঁধে দেয়া সময়ের মধ্যে সাইফুল ইসলাম উদ্ধার না হওয়ায় গতকাল সন্ধ্যার দিকে আবারও তারা সড়ক অবরোধ করার চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দিলে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আবারও বন্ধ হয়ে যায় যান চলাচল। এক পর্যায়ে পুলিশ শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে ও ব্যাপক লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গোটা এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা-চট্টগ্রাম সড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি। 

সাইফুল ইসলামের পিতার নাম আব্দুল মজিদ। তিনি সানারপাড় সোনামিয়া মার্কেটের মেসার্স সামিয়া সুপার স্টোর নামে একটি ডিপার্টমেন্ট স্টোরের মালিক। 

যেভাবে নিখোঁজ : স্ত্রী আফরিন সুলতানা বলেন, সাইফুলের সঙ্গে এলাকার কারো কোন ধরনের বিরোধ নেই। প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসার উদ্দেশে বের হন। এসময়ই তার সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। ঐ সময় তিনি জানিয়েছিলেন, তিনি সানারপাড় বাসস্ট্যান্ডে রয়েছেন, অল্প সময়ের মধ্যে বাসায় ফিরবেন। কিন্তু বাসায় ফিরতে দেরি হওয়ায় আবার তাকে ফোন করি। তখন মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার সন্ধান কেউ জানাতে পারেনি। এ অবস্থায় রাত আড়াইটায় দোকানের ম্যানেজার আব্দুল হান্নানের কাছে অপহরণকারীরা মোবাইল ফোনে ২০ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় গতকাল সকালে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানিয়েছেন, থানায় দায়েরকৃত জিডিতে সাইফুল ইসলামের নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে, অপহরণের কথা উল্লেখ নেই। সাইফুলকে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান। তিনি জানান, বৃহস্পতিবার রাতেই সাইফুল ইসলামকে পাওয়া যাচ্ছে না বলে তার ম্যানেজার জানিয়েছেন। পাশাপাশি মুক্তিপণের বিষয়টিও অবহিত করেন। 

নিখোঁজ

এদিকে সিদ্ধিরগঞ্জ কদমতলী এলাকার তৌহিদুর রহমান (৩৩) নামে এক চাকরিজীবী নিখোঁজ হয়েছেন বলে গতকাল থানায় জিডি করা হয়েছে। তৌহিদুর রহমানের বাবা এখলাছুর রহমান সিদ্ধিরগঞ্জ থানায় এ জিডি করেন। জিডিতে তিনি জানান, গত মঙ্গলবার থেকে তার ছেলের কোন খোঁজ পাচ্ছেন না। 

গত রবিবার নারায়ণগঞ্জ থেকে অপহূত হন নারায়ণগঞ্জ প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ জন। ঘটনার তিনদিন পর বুধবার নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিরনগর সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে হাত-পা বাঁধা ৬টি লাশ ভেসে ওঠে। পরের দিন বৃহস্পতিবার এলাকা থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়। 

গত ১৬ এপ্রিল ফতুল্লা থেকে প্রাইভেটকার যোগে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ-লিংক রোডের দেলপাড়ায় অপহূত হয়েছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক। ঘটনার ৩৫ ঘন্টা পর মিরপুর আনসার ক্যাম্পের কাছে চোখ বাঁধা অবস্থায় তাকে রেখে যায় দৃর্বৃত্তরা।
The Daily Ittefaq

No comments:

Post a Comment