তুরস্কে টিয়ার গ্যাসে পণ্ড মে দিবসের মিছিল
তাকসিম স্কোয়ারে শ্রমিকরা মিছিল নিয়ে নামলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে
রয়টার্স
তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান শ্রমিকদেরকে তাকসিম স্কয়ারে সমবেত না হওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন। কিন্তু প্রধান ট্রেড ইউনিয়নগুলো এক যৌথ বিবৃতিতে বুধবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাকসিম স্কোয়ারে বিক্ষোভ করার ঘোষণা দেয়। গতমাসে হয়ে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে বড় ব্যবধানে জিতেছে প্রধানমন্ত্রী এরদোয়ানের দল। প্রায় একদশক ধরে ক্ষমতায় থাকা তুরস্কের এ ইসলামপন্থি নেতার বিরুদ্ধে সমপ্রতি বিক্ষোভ বেড়ে গেলেও আগামী আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনেও দলের হয়ে লড়তে চান তিনি। দৈনিক আট ঘণ্টা কাজের দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা ১৮৮৬ সালের পয়লা মে তিনদিনের সাধারণ ধর্মঘট ডেকেছে। ৪ মে শিকাগোর হে মার্কেট স্কয়ারে শ্রমিক সমাবেশে গুলিবর্ষণ করা হয়। বহু শ্রমিক মারা যায়। তারপর থেকে সারাবিশ্বে পয়লা মে 'আন্তর্জাতিক শ্রমিক সংহতি' দিবস হিসেবে পালিত হচ্ছে।
No comments:
Post a Comment