'বাংলাদেশে আংশিক স্বাধীনতা আছে গণমাধ্যমের'
ইত্তেফাক রিপোর্ট
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্রিডম হাউসের প্রকাশিত 'ফ্রিডম অব দ্য প্রেস-২০১৪' প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে গণমাধ্যমগুলোর আংশিক স্বাধীনতা আছে। গতকাল শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে স্বাধীন গণমাধ্যমের দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৫তম। গতবারের চেয়ে তিন ধাপ নিচে নেমে এসেছে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে ফিজি ও কলম্বিয়া।
বিশ্বের ১৯৭টি দেশের মধ্যে পরিচালিত জরিপে দেখা গেছে, ৬৬টি দেশের গণমাধ্যম মুক্ত ও স্বাধীন নয়। আংশিক স্বাধীনতা রয়েছে এমন দেশের সংখ্যা ৬৮টি। আর ৬৩টি দেশে গণমাধ্যম স্বাধীন। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। আইনি, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ বিবেচনায় এ তালিকা করা হয়েছে। এ তালিকায় সম্মিলিতভাবে প্রথম স্থানে রয়েছে নেদারল্যাল্ডস, নরওয়ে ও সুইডেন। আর সর্বশেষ অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।
এদিকে দিবসটি উপলক্ষে তথ্য মন্ত্রণালয় আলোচনা সভার আয়োজন করেছে। পিআইবি অডিটোরিয়ামে দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া সাংবাদিকদের সংগঠনগুলোও পৃথক পৃথক কর্মসূচি পালন করবে।
বিশ্বের ১৯৭টি দেশের মধ্যে পরিচালিত জরিপে দেখা গেছে, ৬৬টি দেশের গণমাধ্যম মুক্ত ও স্বাধীন নয়। আংশিক স্বাধীনতা রয়েছে এমন দেশের সংখ্যা ৬৮টি। আর ৬৩টি দেশে গণমাধ্যম স্বাধীন। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। আইনি, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ বিবেচনায় এ তালিকা করা হয়েছে। এ তালিকায় সম্মিলিতভাবে প্রথম স্থানে রয়েছে নেদারল্যাল্ডস, নরওয়ে ও সুইডেন। আর সর্বশেষ অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।
এদিকে দিবসটি উপলক্ষে তথ্য মন্ত্রণালয় আলোচনা সভার আয়োজন করেছে। পিআইবি অডিটোরিয়ামে দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া সাংবাদিকদের সংগঠনগুলোও পৃথক পৃথক কর্মসূচি পালন করবে।
No comments:
Post a Comment