বিএসপি মোদিকে সমর্থন দেবে না ॥ মায়াবতী
লোকসভা নির্বাচনের ভোট গণনার ঠিক এক সপ্তাহ আগে মায়াবতী জোর দিয়ে বলেছেন, তার বহুজন সমাজ পার্টি (বিএসপি) কেন্দ্রে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন দেবে না। খবর এনডিটিভি অনলাইনের।
বিএসপি প্রধান বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদির এক টেলিভিশন সাক্ষাতকারের কথা উল্লেখ করে ঐ কথা বলেন।
মায়াবতী শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, নরেন্দ্র মোদি তার সাম্প্রতিকতম সাক্ষাতকারে বলেছেন, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি জয়ললিতা, মায়াবতী ও মমতা ব্যানার্জীর সমর্থন চাইতে পারেন। আমি অন্যান্য দলের ব্যাপারে জানি না। কিন্তু বিএসপি মোদিকে সমর্থন দেবে না কিছুতেই।
মুসলিম ভোটারদের সমর্থন লাভের উদ্দেশে আমাদের দিকে হাত বাড়িয়েছেন মোদি, এ অভিযোগ এনে মায়াবতী বলেন, মোদি একটা মিথ্যে ধারণা সৃষ্টি করছেন যে, দেশে মোদি হাওয়া বইছে। মোদি জয়লাভে মরিয়া হয়ে ওঠেছেন এবং মিথ্যে দাবি করে আসছেন। মূল পরিস্থিতি দেখে আমরা বলতে পারি, বিজেপি কোন শক্তিশালী অবস্থানে নেই। দেশে কোন মোদি হাওয়া নেই।
তিনি বিজেপির বিরুদ্ধে ২০০৩-এ বিএসপি আন্দোলন নস্যাতের চেষ্টার অভিযোগ এনে বলেন, তিনি তখন দলটিকে রক্ষা করেছেন। মায়াবতী বলেন, তারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তা তদন্তের দায়িত্ব দেয় সিবিআইকে। মায়াবতী মোদির বিরুদ্ধে বিভেদমূলক রাজনীতি করার অভিযোগ আনেন।
সাধারণ নির্বাচন শুরু হওয়ার প্রথম দিক থেকে আঞ্চলিক রাজনীতিতে ক্ষমতাধর তিন মহিলা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী মোদির প্রয়োজনে সরকার গঠনে সহায়তা দেবেন বলে সম্ভাবনা দেখা দিয়েছিল।
মায়াবতী দাবি করেন, কেন্দ্রে পরবর্তী সরকার গঠন বিএসপির সমর্থন ছাড়া সম্ভব হবে না।
বিএসপি প্রধান বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদির এক টেলিভিশন সাক্ষাতকারের কথা উল্লেখ করে ঐ কথা বলেন।
মায়াবতী শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, নরেন্দ্র মোদি তার সাম্প্রতিকতম সাক্ষাতকারে বলেছেন, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি জয়ললিতা, মায়াবতী ও মমতা ব্যানার্জীর সমর্থন চাইতে পারেন। আমি অন্যান্য দলের ব্যাপারে জানি না। কিন্তু বিএসপি মোদিকে সমর্থন দেবে না কিছুতেই।
মুসলিম ভোটারদের সমর্থন লাভের উদ্দেশে আমাদের দিকে হাত বাড়িয়েছেন মোদি, এ অভিযোগ এনে মায়াবতী বলেন, মোদি একটা মিথ্যে ধারণা সৃষ্টি করছেন যে, দেশে মোদি হাওয়া বইছে। মোদি জয়লাভে মরিয়া হয়ে ওঠেছেন এবং মিথ্যে দাবি করে আসছেন। মূল পরিস্থিতি দেখে আমরা বলতে পারি, বিজেপি কোন শক্তিশালী অবস্থানে নেই। দেশে কোন মোদি হাওয়া নেই।
তিনি বিজেপির বিরুদ্ধে ২০০৩-এ বিএসপি আন্দোলন নস্যাতের চেষ্টার অভিযোগ এনে বলেন, তিনি তখন দলটিকে রক্ষা করেছেন। মায়াবতী বলেন, তারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তা তদন্তের দায়িত্ব দেয় সিবিআইকে। মায়াবতী মোদির বিরুদ্ধে বিভেদমূলক রাজনীতি করার অভিযোগ আনেন।
সাধারণ নির্বাচন শুরু হওয়ার প্রথম দিক থেকে আঞ্চলিক রাজনীতিতে ক্ষমতাধর তিন মহিলা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী মোদির প্রয়োজনে সরকার গঠনে সহায়তা দেবেন বলে সম্ভাবনা দেখা দিয়েছিল।
মায়াবতী দাবি করেন, কেন্দ্রে পরবর্তী সরকার গঠন বিএসপির সমর্থন ছাড়া সম্ভব হবে না।
No comments:
Post a Comment