Wednesday, May 28, 2014

বারাণসীর জন্যে ১৮ কোটি টাকার অনুমোদন

বারাণসীর জন্যে ১৮ কোটি টাকার অনুমোদন


varanasi2
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে তাঁর পাশে থেকেছে পৃথিবীর অন্যতম প্রাচীন শহর যা আবহমান কাল ধরে যা বয়ে নিয়ে চলেছে ইতিহাসের, সভ্যতার স্বাক্ষর। যে শহর তাঁকে এক নতুন ভবিষ্যতের দিকে হাত ধরে এগিয়ে দিয়েছে, সেই শহরের উন্নতির লক্ষ্যে দপ্তর সামলানোর প্রথম দিনেই ১৮ কোটি টাকা মঞ্জুর করলেন ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রথম দিন দপ্তরের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার পর প্রধানমন্ত্রী ১৮ কোটি টাকা অনুমোদন করেন। বারাণসীর বিভিন্ন ঘাট সংরক্ষণের পাশাপাশি এই টাকা ব্যবহার করা হবে নতুন জেটি নির্মানেও। বছরে কয়েক কোটি পর্যটক এবং পুণ্যার্থী এই দেবভূমিতে আসেন। তাই এই শহরকে আরও বেশি সুন্দর এবং সুরক্ষিত করে তুলতে আগামী দিনে নেওয়া হবে বিভিন্ন পদক্ষেপ। নিজের দপ্তরের দায়িত্ব নেওয়ার পর পর্যটন মন্ত্রী শ্রীপাদ ইয়েসো নায়েক জানিয়েছেন যে এই ব্যাপারে খুব তাড়াতাড়ি তিনি প্রাধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

No comments:

Post a Comment