নমো-র সঙ্গে কথা উদ্ধবের, মন্ত্রকের দায়িত্ব নিলেন গীতে
এই সময় ডিজিটাল ডেস্ক: মন্ত্রক নিয়ে বিজেপি-র বিরুদ্ধে শিবসেনার প্রতিবাদ শেষ হল বুধবার। শিল্পমন্ত্রেকর দায়িত্বভার গ্রহণ করলেন অনন্ত গীতে। এদিন শিবসেনা প্রমুখ উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন। তার পরই শিবসেনার গীতেকে ওই মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করতে বলে।
তবে কি দল এখনও মন্ত্রক নিয়ে অসন্তুষ্ট? এই প্রশ্নের উত্তরে গীতে বলেন, 'আমরা এখন আর অসনন্তুষ্ট নই।' মন্ত্রিসভার সম্প্রসারণের সময়ে দল এ নিয়ে বিচার করবে বলে জানিয়েছেন গীতে।
গীতেকে ভারী শিল্পের মতো 'কম গুরুত্বপূর্ণ' মন্ত্রকের দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ ছিল বিজেপি-র পুরনো শরিক শিবসেনা। মন্ত্রক পরিবর্তনের দাবিও পেশ করা হয় শিবসেনার তরফে। এমনকি রাজনাথের কাছেও এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছিলেন উদ্ধব ঠাকরে। এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর দুই শরিকের এই সমস্যার সমাধান হয়।
তবে কি দল এখনও মন্ত্রক নিয়ে অসন্তুষ্ট? এই প্রশ্নের উত্তরে গীতে বলেন, 'আমরা এখন আর অসনন্তুষ্ট নই।' মন্ত্রিসভার সম্প্রসারণের সময়ে দল এ নিয়ে বিচার করবে বলে জানিয়েছেন গীতে।
গীতেকে ভারী শিল্পের মতো 'কম গুরুত্বপূর্ণ' মন্ত্রকের দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ ছিল বিজেপি-র পুরনো শরিক শিবসেনা। মন্ত্রক পরিবর্তনের দাবিও পেশ করা হয় শিবসেনার তরফে। এমনকি রাজনাথের কাছেও এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছিলেন উদ্ধব ঠাকরে। এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর দুই শরিকের এই সমস্যার সমাধান হয়।
No comments:
Post a Comment