Thursday, May 29, 2014

টিটিই-র ধাক্কায় ট্রেনের চাকায় পিষ্ট মহিলা যাত্রী

টিটিই-র ধাক্কায় ট্রেনের চাকায় পিষ্ট মহিলা যাত্রী

train
এই সময় ডিজিটাল ডেস্ক: টিকিট সংগ্রাহকের ধাক্কায় কামরা থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক মহিলা যাত্রীর। মহারাষ্ট্রের জলগাঁও স্টেশনের ঘটনায় গ্রেফতার হয়েছেন অভিযুক্ত টিটিই।

খান্ডোয়া যাওয়ার জন্য জলগাঁও স্টেশনে দাঁড়িয়ে থাকা রাজেন্দ্রনগর-পাটনা এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় দশ বছরের মেয়ে পালককে নিয়ে ওঠার চেষ্টা করেন উজ্জ্বলা পান্ডে (৩৮)। তাঁদের টিকিটে ওই কামরায় সংরক্ষণ ছিল না। টহলরত টিটিই সম্পত সালুঙ্কের নজরে বিষয়টি আসার সঙ্গে সঙ্গে উজ্জ্বলা দেবীকে কামরা থেকে নামিয়ে দেওয়া হয়। এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে যায়। তাই বাধ্য হয়ে চলন্ত ট্রেনের ওই কামরাতেই ফের উঠতে যান উজ্জ্বলা। এবার ক্ষুব্ধ টিকিট সংগ্রাহক তাঁকে ধাক্কা মেরে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। ভারসাম্য হারিয়ে উজ্জ্বলাদেবী প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মাঝের ফাঁকে পড়ে যান। সঙ্গে সঙ্গে ট্রেনের চাকায় পিষে যায় তাঁর শরীর।

গোটা ঘটনাটি উজ্জ্বলাদেবীকে ট্রেনে তুলে দিতে আসা ভাইপো সহ স্টেশনে উপস্থিত সকলের চোখের সামনে ঘটে। জনতা চীত্কার করে উঠতে ভয় পেয়ে ওই টিটিই প্যান্ট্রি কারে লুকোনোর চেষ্টা করেন। কিন্তু যাত্রীরা তাঁকে সেখান থেকে টেনে বের করে রেল পুলিশের হাতে তুলে দেয়। যাত্রীদের অভিযোগ, সালুঙ্কে মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন।

অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ নম্বর ধারায় হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে রেল পুলিশ। 

No comments:

Post a Comment