আরও সস্তা সোনা
এই সময় ডিজিটাল ডেস্ক: আরও স্বস্তি দিল সোনা। মঙ্গলবারই সোনার দাম কমে হয়েছিল ২৭,৯৯০ টাকা। বৃহস্পতিবার প্রায় ৫০০ টাকা পড়ল দাম। গত ১১ মাসে এদিনই সবচেয়ে নিচু স্তরে সোনার দাম। ৪৯০ টাকা কমে এদিন পাকা সোনার দাম হয়েছে ২৭,৫০০। দাম কমেছে রুপোরও। ৫০০ টাকা কমে কিলো প্রতি রুপো এবার ৪০,৫০০ টাকায় বিকোবে।
মঙ্গলবার শহরে ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম ১৫০ টাকা পড়ে ২৭ হাজারের ঘরে চলে আসে৷ দাম হয় ২৭,৯৯০ টাকা৷ ১০ গ্রাম গয়না সোনার (২২ ক্যারাট) দর ১৪৫ টাকা পড়ে হয় ২৬,৫৫৫ টাকা৷ সে দিন কেজি প্রতি রুপোর দর ছিল ৪১ হাজার টাকা৷ সোনা মজুতকারীরা ব্যাপক হারে সোনা বিক্রি করতে থাকায় সোনার দাম সারা দেশজুড়ে পড়ে৷
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সম্প্রতি সোনা আমদানির নীতিতে রাশ শিথিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক৷ নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের পাশাপাশি এখন কয়েকটি বাণিজ্য সংস্থাও সোনা আমদানি করতে পারবে৷
এ ছাড়া, সোমবারই জানা গিয়েছিল, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে চলতি খাতের ঘাটতি জিডিপি-র ০.২ শতাংশে পৌঁছয়, যা গত পাঁচ বছরে সর্বনিম্ন৷ ২০১৩-১৪ বর্ষে মোট চলতি খাতের ঘাটতি জিডিপি-র ১.৭ শতাংশে নেমে এসেছে৷ ২০১২-১৩ বর্ষে তা ছিল জিডিপি-র ৪.৮ শতাংশে৷ সুতরাং আগামী দিনে সোনা আমদানিতে সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক আরও নরম অবস্থা
মঙ্গলবার শহরে ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম ১৫০ টাকা পড়ে ২৭ হাজারের ঘরে চলে আসে৷ দাম হয় ২৭,৯৯০ টাকা৷ ১০ গ্রাম গয়না সোনার (২২ ক্যারাট) দর ১৪৫ টাকা পড়ে হয় ২৬,৫৫৫ টাকা৷ সে দিন কেজি প্রতি রুপোর দর ছিল ৪১ হাজার টাকা৷ সোনা মজুতকারীরা ব্যাপক হারে সোনা বিক্রি করতে থাকায় সোনার দাম সারা দেশজুড়ে পড়ে৷
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সম্প্রতি সোনা আমদানির নীতিতে রাশ শিথিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক৷ নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের পাশাপাশি এখন কয়েকটি বাণিজ্য সংস্থাও সোনা আমদানি করতে পারবে৷
এ ছাড়া, সোমবারই জানা গিয়েছিল, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে চলতি খাতের ঘাটতি জিডিপি-র ০.২ শতাংশে পৌঁছয়, যা গত পাঁচ বছরে সর্বনিম্ন৷ ২০১৩-১৪ বর্ষে মোট চলতি খাতের ঘাটতি জিডিপি-র ১.৭ শতাংশে নেমে এসেছে৷ ২০১২-১৩ বর্ষে তা ছিল জিডিপি-র ৪.৮ শতাংশে৷ সুতরাং আগামী দিনে সোনা আমদানিতে সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক আরও নরম অবস্থা
No comments:
Post a Comment