Thursday, May 29, 2014

টিম মোদী নিয়ে খুশি নয় বাজার

প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথের দিন সার্ক-গোষ্ঠী ভুক্ত দেশগুলির প্রধানদের উপস্থিতি মোদী-সরকার সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়েছে বাজারকে৷ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে জোরালো সম্পর্ক স্থাপনে এর চেয়ে ভালো সুযোগ আর ছিল না মোদীর কাছে৷ কিন্ত্ত মোদীর-মন্ত্রিসভা নিয়ে বাজার তেমন উচ্ছ্বাস প্রকাশ করেনি৷ শেয়ার বিক্রির ধুমে মঙ্গলবার সেনসেক্স ১৮৪ পয়েন্ট পড়েছিল৷ বুধবারও সাত পয়েন্ট বেড়ে মোটামুটি একই জায়গায় রয়েছে বম্বে শেয়ার সূচক৷ এ প্রসঙ্গে ব্যাঙ্ক অফ আমেরিকা মেরিল লিঞ্চ ও বার্কলেজের মতো বিদেশি উপদেষ্টা সংস্থার মতে, মোদী-সরকারের উপর আস্থা থাকলেও মন্ত্রী নিয়োগ নিয়ে খানিকটা হতাশ হয়ে বাজার৷ মন্ত্রিসভা গঠনে যতটা আগ্রাসী মনোভাবের কথা ভাবা হয়েছিল, বাস্তবে ততটা হয়নি বলেই মনে করনে বিনিয়োগকারীরা৷ ব্যাঙ্ক অফ আমেরিকা মেরিল লিঞ্চের তরফে জ্যোতিবর্ধন জয়পুরিয়া এবং আনন্দ কুমার বলেছেন, বিদেশি রাষ্ট্রপ্রধান আমন্ত্রণের মতো নতুন ধারার চিন্তা ধারা এখন দরকার ভারতের৷ বার্কলেজের সিদ্ধার্থ স্যানাল এবং রাহুল বাজোরিয়া মনে করেন মন্ত্রিসভা গঠনে মোদীর প্রভাব থাকলেও নতুন সরকারকে দ্রুত এবং কড়া পদক্ষেপ করতে হবে৷ 



বিশেষজ্ঞদের ব্যাখ্যা, ছোট মন্ত্রিসভা, বিভিন্ন মন্ত্রীদের হাতে একাধিক মন্ত্রকের দায়িত্ব দেওয়া-এগুলিকে স্বাগত জানিয়েছে বাজার৷ বিনিয়োগকারীরা এর দীর্ঘমেয়াদি সুফল দেখছে৷ কিন্ত্ত মন্ত্রীসভায় প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদের অনুপস্থিতি বাজারকে খানিকটা নিরাশ করেছে৷ যেমন নতুন সরকারের মন্ত্রীদের মধ্যে অরুণ শৌরি ও ই শ্রীধরনের নাম আশা করা হয়েছিল৷ এখন শোনা যাচ্ছে মন্ত্রিসভায় ঠাঁই না পেলেও বিভিন্ন উপদেষ্টা পদে এঁরা থাকতে পারেন৷ উপদেষ্টা সংস্থা ক্রেডিট সুইসের মতে, রেল ও কয়লা ক্ষেত্রে বিপুল সংস্কারের প্রত্যাশা রয়েছে৷ এ ধরনের মন্ত্রকে কোনও বিশেষজ্ঞকে না বসানোয় বাজারের প্রতিক্রিয়া কিন্ত্ত ঝিমিয়ে পড়েছে৷ এর পর রয়েছে মন্ত্রকের সংযুক্তিকরণ৷ সমগ্র পরিবহণ ব্যবস্থাকে এক ছাতার তলায় আনার কথা ভাবা হয়েছিল৷ কিন্ত্ত শেষমেশ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক পৃথকই রয়ে গেল৷ ক্রেডিট সুইসের মতে, মন্ত্রকগুলিকে কিন্ত্ত জুড়ে দেওয়া হয়নি৷ বরং একজনের হাতে দু'তিনটে মন্ত্রক দেওয়া হয়েছে৷ যেমন অরুণ জেটলি৷ তাঁর হাতে অর্থ এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়ত্বি রয়েছে৷ জেটলি অবশ্য বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই একজন পূর্ণ সময়ের প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করা হবে৷ এ ছাড়া মোদী-সরকারের ৩০ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে৷ এসব মিলিয়েই বাজার কিন্ত্ত উত্‍কণ্ঠায় রয়েছে৷ 



আইডিয়া সেলুলারের সিইও সঞ্জীব আগা বলেছেন, ৪৫ জনের মন্ত্রিসভা সুশাসন এবং স্বচ্ছ প্রশাসনের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে৷ পাশাপাশি, মোদী-মন্ত্রিসভায় আরও বেশি করে অল্পবয়সি মুখ দেখতে চেয়েছিলেন বিনিয়োগকারীরা৷ সেখানে মন্ত্রীদের গড় বয়স ৫০ থেকে ৬০-এর মধ্যে৷ আগার মতে, যুব প্রজন্মের যথেষ্ট পরিমাণ প্রতিনিধিত্ব না থাকার জন্য বাজারের একাংশ খুবই হতাশ৷
http://eisamay.indiatimes.com/business/market-not-happy-with-team-modi/articleshow/35710301.cms?

No comments:

Post a Comment