২০২০ সালের মধ্যে সকলের জন্য বাড়ি
গৃহঋণে সুদের হার কমানোর পাশাপাশি দেশে ১০০টি স্মার্ট সিটি গড়তে চান কেন্দ্রীয় নগরোন্নয়ন, আবাসন ও নগর দারিদ্র দূরীকরণ মন্ত্রী বেঙ্কাইয়া নাইড়ু৷ দায়িত্ব নিয়ে তিনি বলেন, 'আবাসনেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব, এটাই আমার আবেগের জায়গা৷ গৃহঋণে সুদের হার কমিয়ে ২০২০ সালের মধ্যে সকলের জন্য আবাসনের ব্যবস্থা করাই আমার অগ্রাধিকার৷'
নাইড়ু জানান, অটলবিহারী বাজপেয়ীর আমলে গৃহঋণে সুদের হার ১১ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমে এসেছিল, এখন আবার তা বাড়তে বাড়তে ১০ শতাংশে পৌঁছে গিয়েছে৷ '২০২০ সালের মধ্যে সাধ্যের মধ্যে গৃহ' প্রকল্প করা যে সহজ কাজ নয় সে কথা উল্লেখ করে প্রত্যয়ী মন্ত্রী বলেন, তা অসম্ভবও নয়৷ তিনি বলেন, 'দেশের প্রতিটি মানুষের নিজস্ব পাকা বাড়ি করার অবস্থায় পৌঁছে যাওয়া উচিত৷ এটা সহজ কাজ নয়, তবে সম্ভব৷ এ জন্য আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করতে হবে৷' এ ব্যাপারে কর্পোরেটগুলির সহায়তা প্রসঙ্গে আবাসনমন্ত্রী বলেন, 'আমি চাই পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ), সিএসআর (কর্পোরেটগুলির সামাজিক দায়বদ্ধতা) ও তাদের কর্মীদের আবাসনের দায়িত্ব নিক কর্পোরেটগুলি৷ আমি চাই রাজ্যসরকারগুলি এতে যোগ দিক৷ সকলের জন্য গৃহ প্রকল্পে পুরসভাগুলির যোগদানও আমি চাই৷ আমি চাই রাষ্ট্রায়ত্ত সংস্থা যেমন এলআইসি, ব্যাঙ্ক, রেল এমনকি প্রতিরক্ষা মন্ত্রকও শুধুমাত্র বর্তমান কর্মী নন, যাতে প্রাক্তন কর্মীদের দায়িত্ব নেয়৷' খুব শীঘ্রই এ নিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন৷
পাশাপাশি অবস্থিত শহর বা টুইনসিটির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা ও দূরবর্তী শহরের সঙ্গে বড় শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের উপরেও জোর দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইড়ু৷ ইউপিএ-র আমলে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প জওহরলাল নেহরু জাতীয় নগরোন্নয়ন প্রকল্প বন্ধ করে, নতুন প্রকল্প চালু করার কথাও তিনি জানিয়েছেন৷ মন্ত্রী বলেন, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম নির্ভর আধুনিক পরিকল্পনার উপরে ভিত্তি করে নতুন প্রকল্প চালু হবে, যেখানে কঠিন ও তরল বর্জ নিকাশী ব্যবস্থা উন্নত করে নগর পরিচ্ছন্ন রাখা হবে৷' জীবনের মানোন্নয়ন ও উপযুক্ত মানের গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলার কথাও তিনি ঘোষণা করেছেন৷
নাইড়ু জানান, অটলবিহারী বাজপেয়ীর আমলে গৃহঋণে সুদের হার ১১ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমে এসেছিল, এখন আবার তা বাড়তে বাড়তে ১০ শতাংশে পৌঁছে গিয়েছে৷ '২০২০ সালের মধ্যে সাধ্যের মধ্যে গৃহ' প্রকল্প করা যে সহজ কাজ নয় সে কথা উল্লেখ করে প্রত্যয়ী মন্ত্রী বলেন, তা অসম্ভবও নয়৷ তিনি বলেন, 'দেশের প্রতিটি মানুষের নিজস্ব পাকা বাড়ি করার অবস্থায় পৌঁছে যাওয়া উচিত৷ এটা সহজ কাজ নয়, তবে সম্ভব৷ এ জন্য আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করতে হবে৷' এ ব্যাপারে কর্পোরেটগুলির সহায়তা প্রসঙ্গে আবাসনমন্ত্রী বলেন, 'আমি চাই পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ), সিএসআর (কর্পোরেটগুলির সামাজিক দায়বদ্ধতা) ও তাদের কর্মীদের আবাসনের দায়িত্ব নিক কর্পোরেটগুলি৷ আমি চাই রাজ্যসরকারগুলি এতে যোগ দিক৷ সকলের জন্য গৃহ প্রকল্পে পুরসভাগুলির যোগদানও আমি চাই৷ আমি চাই রাষ্ট্রায়ত্ত সংস্থা যেমন এলআইসি, ব্যাঙ্ক, রেল এমনকি প্রতিরক্ষা মন্ত্রকও শুধুমাত্র বর্তমান কর্মী নন, যাতে প্রাক্তন কর্মীদের দায়িত্ব নেয়৷' খুব শীঘ্রই এ নিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন৷
পাশাপাশি অবস্থিত শহর বা টুইনসিটির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা ও দূরবর্তী শহরের সঙ্গে বড় শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের উপরেও জোর দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইড়ু৷ ইউপিএ-র আমলে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প জওহরলাল নেহরু জাতীয় নগরোন্নয়ন প্রকল্প বন্ধ করে, নতুন প্রকল্প চালু করার কথাও তিনি জানিয়েছেন৷ মন্ত্রী বলেন, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম নির্ভর আধুনিক পরিকল্পনার উপরে ভিত্তি করে নতুন প্রকল্প চালু হবে, যেখানে কঠিন ও তরল বর্জ নিকাশী ব্যবস্থা উন্নত করে নগর পরিচ্ছন্ন রাখা হবে৷' জীবনের মানোন্নয়ন ও উপযুক্ত মানের গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলার কথাও তিনি ঘোষণা করেছেন৷
http://eisamay.indiatimes.com/business/everyone-to-have-a-home-by-2020/articleshow/35710572.cms?
No comments:
Post a Comment