Thursday, May 29, 2014

২০২০ সালের মধ্যে সকলের জন্য বাড়ি

২০২০ সালের মধ্যে সকলের জন্য বাড়ি

home loan
গৃহঋণে সুদের হার কমানোর পাশাপাশি দেশে ১০০টি স্মার্ট সিটি গড়তে চান কেন্দ্রীয় নগরোন্নয়ন, আবাসন ও নগর দারিদ্র দূরীকরণ মন্ত্রী বেঙ্কাইয়া নাইড়ু৷ দায়িত্ব নিয়ে তিনি বলেন, 'আবাসনেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব, এটাই আমার আবেগের জায়গা৷ গৃহঋণে সুদের হার কমিয়ে ২০২০ সালের মধ্যে সকলের জন্য আবাসনের ব্যবস্থা করাই আমার অগ্রাধিকার৷'

নাইড়ু জানান, অটলবিহারী বাজপেয়ীর আমলে গৃহঋণে সুদের হার ১১ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমে এসেছিল, এখন আবার তা বাড়তে বাড়তে ১০ শতাংশে পৌঁছে গিয়েছে৷ '২০২০ সালের মধ্যে সাধ্যের মধ্যে গৃহ' প্রকল্প করা যে সহজ কাজ নয় সে কথা উল্লেখ করে প্রত্যয়ী মন্ত্রী বলেন, তা অসম্ভবও নয়৷ তিনি বলেন, 'দেশের প্রতিটি মানুষের নিজস্ব পাকা বাড়ি করার অবস্থায় পৌঁছে যাওয়া উচিত৷ এটা সহজ কাজ নয়, তবে সম্ভব৷ এ জন্য আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করতে হবে৷' এ ব্যাপারে কর্পোরেটগুলির সহায়তা প্রসঙ্গে আবাসনমন্ত্রী বলেন, 'আমি চাই পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ), সিএসআর (কর্পোরেটগুলির সামাজিক দায়বদ্ধতা) ও তাদের কর্মীদের আবাসনের দায়িত্ব নিক কর্পোরেটগুলি৷ আমি চাই রাজ্যসরকারগুলি এতে যোগ দিক৷ সকলের জন্য গৃহ প্রকল্পে পুরসভাগুলির যোগদানও আমি চাই৷ আমি চাই রাষ্ট্রায়ত্ত সংস্থা যেমন এলআইসি, ব্যাঙ্ক, রেল এমনকি প্রতিরক্ষা মন্ত্রকও শুধুমাত্র বর্তমান কর্মী নন, যাতে প্রাক্তন কর্মীদের দায়িত্ব নেয়৷' খুব শীঘ্রই এ নিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন৷

পাশাপাশি অবস্থিত শহর বা টুইনসিটির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা ও দূরবর্তী শহরের সঙ্গে বড় শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের উপরেও জোর দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইড়ু৷ ইউপিএ-র আমলে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প জওহরলাল নেহরু জাতীয় নগরোন্নয়ন প্রকল্প বন্ধ করে, নতুন প্রকল্প চালু করার কথাও তিনি জানিয়েছেন৷ মন্ত্রী বলেন, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম নির্ভর আধুনিক পরিকল্পনার উপরে ভিত্তি করে নতুন প্রকল্প চালু হবে, যেখানে কঠিন ও তরল বর্জ নিকাশী ব্যবস্থা উন্নত করে নগর পরিচ্ছন্ন রাখা হবে৷' জীবনের মানোন্নয়ন ও উপযুক্ত মানের গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলার কথাও তিনি ঘোষণা করেছেন৷
http://eisamay.indiatimes.com/business/everyone-to-have-a-home-by-2020/articleshow/35710572.cms?

No comments:

Post a Comment