মোদী মডেল মানে উন্নয়ন
কিন্ত্ত একটি অঙ্গরাজ্যে পরীক্ষিত মডেল কি সারা দেশে প্রযোজ্য হতে পারে ? প্রতিটি বিষয়ে না হলেও , মোদীর গুজরাট মডেলের বহু বিষয়ই দেশের জন্য প্রাসঙ্গিক৷ আলোচনায় তথাগত রায়
মোদীর গুজরাট মডেল বহুচর্চিত বিষয় , কিন্ত্ত বিপুল আসনাধিক্যে তাঁর প্রধানমন্ত্রী পদে আসীন হবার পরে , আশা করা যায় , এই চর্চায় ছেদ পড়বে৷ ছেদই পড়বে কিন্ত্ত , ফুলস্টপ নয়৷ মোদীর শাসনে ভারত যেমনই এগোবে , তেমনই তাঁর গুজরাট মডেল এবং সারা ভারতের ক্ষেত্রে তার প্রয়োগের সম্ভাব্যতার বিষয় আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে৷ গুজরাট মডেলের সমালোচকের সংখ্যা কম ছিল না --- তাঁদের মধ্যে অধুনা লাঞ্ছিত ও পরিত্যক্ত ব্যর্থ নেতা রাহুল গান্ধী থেকে আরম্ভ করে নোবেলজয়ী অমর্ত্য সেন পর্যন্ত অনেকেই ছিলেন৷ কিন্ত্ত এই সমালোচনার সবচেয়ে বড়ো ব্যর্থতা ছিল এই যে এর কোনও বিকল্প সমান্তরাল মডেল সমালোচকরা দেখাতে পারেননি৷ সনিয়া গান্ধীর অধীনে তো মুখ্যমন্ত্রী বিস্তর ছিলেন --- অসমের তরুণ গগৈ , অন্ধ্রের কিরণকুমার রেড্ডি , কেরালার উমেন চণ্ডী , হরিয়ানার ভূপিন্দর হুডা --- কিন্ত্ত এঁদের কোনও মডেল কোনও কংগ্রেসি নেতা কখনও তুলে ধরেননি৷ এবং কে না জানে , যাঁরা নিজেদের সম্বন্ধে কিছু না বলে কেবল অন্যের কাজে ছিদ্র খোঁজেন তাঁরা বিশ্বাসযোগ্যতাহীন ! এই নির্বাচনে কংগ্রেসের শোচনীয় ফল দেশবাসীর এই উপলব্ধিরই ফসল বলে মনে হয়৷
কিন্ত্ত গুজরাট মডেল ভারতে , বা সারা ভারতে কতটা প্রযোজ্য , সেটা নিয়েই আজকে দেশবাসীর প্রত্যাশা৷ গুজরাট অবশ্যই ভারতেরই একটি অঙ্গরাজ্য , সে দিক দিয়ে এই মডেলের অন্তত আংশিক ভাবে , প্রযোজ্য না হবার কোনও কারণ নেই৷ অপর পক্ষে যা একটি রাজ্যের ব্যাপারে প্রযোজ্য তা সারা দেশের পক্ষে প্রযোজ্য নাও হতে পারে --- তারও বহু কারণ৷ একটা কারণ 'স্কেল ', অর্থাত্ আয়তন , জনসংখ্যা ও বৈচিত্রের নিরিখে গুজরাটের সঙ্গে গোটা ভারতের বৈষম্য৷ অন্য কারণ গুজরাটি মানসিকতা --- যা প্রবল ভাবে ব্যবসা (ওঁরা বলেন 'ব্যাপার ')-মুখী , প্র্যাগম্যাটিক (মোটা অর্থে 'বাস্তববাদী ') এবং শান্তিপ্রিয়৷ আমাদের বাঙালি মানসিকতার সঙ্গে তুলনা করলে ব্যাপারটা আর একটু পরিষ্কার হবে৷ আমরা ব্যবসামুখী আদৌ নই , যা নিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র আজীবন খেদ করে গেছেন , এবং নিজের জীবন দিয়ে সেটা শুধরোবার চেষ্টা করেছেন৷ আমরা 'প্র্যাগম্যাটিক ' নই , 'ডগম্যাটিক ' (অর্থাত্ মোটা অর্থে 'নীতিপরায়ণ '), যদিও 'ডগম্যাটিক ' শব্দটির সঙ্গে একটু নেতিবাচক প্রবণতা , যেমন গোঁয়ার্তুমি , জড়িয়ে আছে৷ এবং সর্বোপরি আমরা শান্তিপ্রিয় নই , আমরা বলি 'লড়াই লড়াই লড়াই চাই , লড়াই করে বাঁচতে চাই '৷ নিঃসন্দেহে এই মানসিকতা বহু দশকের বামপন্থী কুশিক্ষার কুফল , কিন্ত্ত সে -আলোচনার পরিসর এখানে নেই৷ এই বিষয়টা আনা হল এই কারণে যে , যেহেতু গোটা দেশে এ রকম বিভিন্ন ধরনের মানসিকতা , জীবনদর্শন পরিব্যান্ত , সেখানে একটি অঙ্গরাজ্যে পরীক্ষিত মডেল কি সারা দেশে প্রযোজ্য হতে পারে ?এই প্রবন্ধসারের প্রতিপাদ্য , প্রতি বিষয়ে না হলেও , মোদীর গুজরাট মডেলের বহু বিষয়ই সারা ভারতে প্রযোজ্য হতে পারে৷ এবং কী করে তা হতে পারে তা নিয়েই এই নাতিদীর্ঘ প্রবন্ধ৷
প্রথমত , মোদী মডেলের প্রথম এবং শেষ কথা 'বিকাশ ', যাকে আমরা বাংলায় বলি উন্নয়ন৷ এই উন্নয়নের কতগুলো দিক আছে --- তার মধ্যে উল্লেখযোগ্য পরিকাঠামো , বিনিয়োগ , কর্মসংস্থান এবং সরকারি প্রক্রিয়া৷ পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তাটা মোদীর পূর্বসূরী অটলবিহারী বাজপেয়ি বুঝেছিলেন এবং তিনি সারা ভারতকে এক রাজপথের জাল দিয়ে ঢেকে দেবার পরিকল্পনা নিয়েছিলেন , যার প্রচুর সুফল আমরা পেয়েছি৷ টেলি -যোগাযোগ ব্যবস্থারও প্রভূত উন্নতি তাঁর সময়ে হয়েছিল , যার পরিণতি হচ্ছে আজকে দরিদ্র মানুষের হাতেও সেলফোন৷ অপর পক্ষে অন্তর্বর্তী দশ বছর ধরে সনিয়া গান্ধীর চিন্তাভাবনা উন্নয়নমুখী ছিল না , বরঞ্চ বলা যেতে পারে ভিক্ষাদানমুখী ছিল৷ কথাটা একটু কড়া হয়ে গেল , কিন্ত্ত হিন্দিতে একটা কথা আছে , 'মাই -বাপ সরকার ', অর্থাত্ মা -বাপের সঙ্গে শিশুর যে সম্পর্ক, সরকারের সঙ্গে দেশবাসীরও সেই সম্পর্ক কায়েম করার প্রবণতা ছিল সনিয়া গান্ধীর সরকারের মধ্যে৷ আমি অত্যন্ত সচেতন ভাবে মনমোহন সিংয়ের নাম না করে সনিয়া গান্ধীর নাম করছি , কারণ নব্বইয়ের দশকে মনমোহন সিংয়ের অর্থনীতি সম্পূর্ণ এর বিপরীত ছিল --- সনিয়া ও তাঁর তথাকথিত 'ঝোলাওয়ালা বাহিনী ', অর্থাত্ জাতীয় উপদেষ্টা পরিষদ , যাঁরা সাবেক নেহরুবাদী ও সমাজতন্ত্রী অর্থনীতিতে বিশ্বাসী ছিলেন তাঁরাই এই অর্থনীতি কায়েম করেছিলেন , মনমোহন পাত্তা পাননি৷ কৃষি ঋণ মকুব এবং একশো দিনের কাজ এই অর্থনীতিরই ফসল , এবং এর অবশ্যম্ভাবী পরিণতি হয়েছিল এক উত্কট বাজেট ঘাটতিতে এবং লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে৷
নরেন্দ্র মোদী নিঃসন্দেহে এই অর্থনীতি পরিত্যাগ করবেন এবং এক উন্নয়নমুখী অর্থনীতিতে উত্তরণ ঘটাবেন৷ পরিকাঠামো নির্মাণে প্রচুর জোর দেবেন৷ এখানে উল্লেখ্য , পরিকাঠামো নির্মাণ পুরোপুরি সরকারি খরচে না -ও হতে পারে , বিওটি , বিওএলটি প্রভৃতি চুক্তির মাধ্যমে এ ব্যাপারে বেসরকারি পুঁজিকেও বিরাট আকারে টেনে আনা সম্ভব , যেমন আমাদের পশ্চিমবঙ্গেই হয়েছে দ্বিতীয় বিবেকানন্দ সেতু (নিবেদিতা সেতু) এবং তত্সংলগ্ন মহাসড়ক তৈরিতে৷ এই ধরনের কাজ সম্ভবত মোদীর আমলে অগ্রাধিকার পাবে৷ পরিকাঠামো উন্নয়নের আর একটি দিক নগর উন্নয়ন , যার উপরেও মোদী নিঃসন্দেহে জোর দেবেন৷ পশ্চিমবঙ্গে যে শিল্পপতি থেকে আরম্ভ করে অধস্তন সরকারি কর্মচারী পর্যন্ত কেউ 'কলকাতা ছাড়তে চান না ', সেটা এই নগর উন্নয়নের ব্যর্থতারই ফসল৷
বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান মোদীর অর্থনৈতিক পরিকল্পনার একটা বড়ো জায়গা করে নেবে , এবং তার একটা প্রয়োজনীয় উপাদান পরিকাঠামো উন্নয়ন , যা এতক্ষণ আলোচিত হল৷ আর একটা উপাদান সরকারি প্রক্রিয়ার সরলীকরণ , যার কথা মাঝে মাঝে শোনা যায় 'ওয়ান -উইন্ডো ' ব্যবস্থার প্রসঙ্গে৷ আমরা আমাদের সরকারি প্রক্রিয়া ব্রিটিশের কাছ থেকে পেয়েছি , এবং এর মূল কথা 'অবিশ্বাস '৷ কারণ ব্রিটিশরা বিশ্বাস করত যে ভারতীয়রা অসত্ , এবং সরকারি প্রক্রিয়াকে জটিল না করলে এরা সব 'মেরে দেবে '৷ আমরা স্বাধীনতা পেয়েছি , কিন্ত্ত নিজেদের পুরোপুরি বিশ্বাস করতে এখনও শিখিনি৷ মোদী নিশ্চয়ই এই সরলীকরণে জোর দেবেন৷
সনিয়ার আমলের একটা বহুচর্চিত কথা বলে শেষ করি৷ কথাটা হল 'ইনক্লুসিভ গ্রোথ ', অর্থাত্ সেই শ্রীবৃদ্ধি যা সকলকে সঙ্গে নিয়ে চলে , সকলেরই শ্রীবৃদ্ধি ঘটায়৷ এটার মধ্যে ওই ভিক্ষাদানের প্রবণতা এবং তার মাধ্যমে অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির ভোট পাবার চেষ্টাও কিন্ত্ত জড়িয়ে আছে৷ আমার মনে হয় এই তথাকথিত 'ইনক্লুসিভ গ্রোথ '-এ মোদী বিশ্বাস করেন না --- তিনি বিশ্বাস করেন যে উন্নয়ন যদি হয় তা হলে কেউই পিছনে পড়ে থাকবে না৷ তার ফলে আয়ের বৈষম্য নিঃসন্দেহে থাকবে , কিন্ত্ত সর্বনিম্ন মানুষটির অর্থনৈতিক অবস্থা যদি ভালো করা যায় তবে এই বৈষম্যে কিছু এসে যাবে না৷ বস্ত্ততঃ , মানুষের ব্যবসায়িক প্রবণতা , 'এন্ত্রেপ্রেনিয়োরাল স্পিরিট '-এর উত্সই এই বৈষম্য৷ এর প্রতিফলন সম্ভবত আগামী দিনের অর্থনীতিতে দেখা যাবে৷
লেখক বিজেপি -র জাতীয় কর্মসমিতির সদস্য , মতামত ব্যক্তিগত
মোদীর গুজরাট মডেল বহুচর্চিত বিষয় , কিন্ত্ত বিপুল আসনাধিক্যে তাঁর প্রধানমন্ত্রী পদে আসীন হবার পরে , আশা করা যায় , এই চর্চায় ছেদ পড়বে৷ ছেদই পড়বে কিন্ত্ত , ফুলস্টপ নয়৷ মোদীর শাসনে ভারত যেমনই এগোবে , তেমনই তাঁর গুজরাট মডেল এবং সারা ভারতের ক্ষেত্রে তার প্রয়োগের সম্ভাব্যতার বিষয় আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে৷ গুজরাট মডেলের সমালোচকের সংখ্যা কম ছিল না --- তাঁদের মধ্যে অধুনা লাঞ্ছিত ও পরিত্যক্ত ব্যর্থ নেতা রাহুল গান্ধী থেকে আরম্ভ করে নোবেলজয়ী অমর্ত্য সেন পর্যন্ত অনেকেই ছিলেন৷ কিন্ত্ত এই সমালোচনার সবচেয়ে বড়ো ব্যর্থতা ছিল এই যে এর কোনও বিকল্প সমান্তরাল মডেল সমালোচকরা দেখাতে পারেননি৷ সনিয়া গান্ধীর অধীনে তো মুখ্যমন্ত্রী বিস্তর ছিলেন --- অসমের তরুণ গগৈ , অন্ধ্রের কিরণকুমার রেড্ডি , কেরালার উমেন চণ্ডী , হরিয়ানার ভূপিন্দর হুডা --- কিন্ত্ত এঁদের কোনও মডেল কোনও কংগ্রেসি নেতা কখনও তুলে ধরেননি৷ এবং কে না জানে , যাঁরা নিজেদের সম্বন্ধে কিছু না বলে কেবল অন্যের কাজে ছিদ্র খোঁজেন তাঁরা বিশ্বাসযোগ্যতাহীন ! এই নির্বাচনে কংগ্রেসের শোচনীয় ফল দেশবাসীর এই উপলব্ধিরই ফসল বলে মনে হয়৷
কিন্ত্ত গুজরাট মডেল ভারতে , বা সারা ভারতে কতটা প্রযোজ্য , সেটা নিয়েই আজকে দেশবাসীর প্রত্যাশা৷ গুজরাট অবশ্যই ভারতেরই একটি অঙ্গরাজ্য , সে দিক দিয়ে এই মডেলের অন্তত আংশিক ভাবে , প্রযোজ্য না হবার কোনও কারণ নেই৷ অপর পক্ষে যা একটি রাজ্যের ব্যাপারে প্রযোজ্য তা সারা দেশের পক্ষে প্রযোজ্য নাও হতে পারে --- তারও বহু কারণ৷ একটা কারণ 'স্কেল ', অর্থাত্ আয়তন , জনসংখ্যা ও বৈচিত্রের নিরিখে গুজরাটের সঙ্গে গোটা ভারতের বৈষম্য৷ অন্য কারণ গুজরাটি মানসিকতা --- যা প্রবল ভাবে ব্যবসা (ওঁরা বলেন 'ব্যাপার ')-মুখী , প্র্যাগম্যাটিক (মোটা অর্থে 'বাস্তববাদী ') এবং শান্তিপ্রিয়৷ আমাদের বাঙালি মানসিকতার সঙ্গে তুলনা করলে ব্যাপারটা আর একটু পরিষ্কার হবে৷ আমরা ব্যবসামুখী আদৌ নই , যা নিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র আজীবন খেদ করে গেছেন , এবং নিজের জীবন দিয়ে সেটা শুধরোবার চেষ্টা করেছেন৷ আমরা 'প্র্যাগম্যাটিক ' নই , 'ডগম্যাটিক ' (অর্থাত্ মোটা অর্থে 'নীতিপরায়ণ '), যদিও 'ডগম্যাটিক ' শব্দটির সঙ্গে একটু নেতিবাচক প্রবণতা , যেমন গোঁয়ার্তুমি , জড়িয়ে আছে৷ এবং সর্বোপরি আমরা শান্তিপ্রিয় নই , আমরা বলি 'লড়াই লড়াই লড়াই চাই , লড়াই করে বাঁচতে চাই '৷ নিঃসন্দেহে এই মানসিকতা বহু দশকের বামপন্থী কুশিক্ষার কুফল , কিন্ত্ত সে -আলোচনার পরিসর এখানে নেই৷ এই বিষয়টা আনা হল এই কারণে যে , যেহেতু গোটা দেশে এ রকম বিভিন্ন ধরনের মানসিকতা , জীবনদর্শন পরিব্যান্ত , সেখানে একটি অঙ্গরাজ্যে পরীক্ষিত মডেল কি সারা দেশে প্রযোজ্য হতে পারে ?এই প্রবন্ধসারের প্রতিপাদ্য , প্রতি বিষয়ে না হলেও , মোদীর গুজরাট মডেলের বহু বিষয়ই সারা ভারতে প্রযোজ্য হতে পারে৷ এবং কী করে তা হতে পারে তা নিয়েই এই নাতিদীর্ঘ প্রবন্ধ৷
প্রথমত , মোদী মডেলের প্রথম এবং শেষ কথা 'বিকাশ ', যাকে আমরা বাংলায় বলি উন্নয়ন৷ এই উন্নয়নের কতগুলো দিক আছে --- তার মধ্যে উল্লেখযোগ্য পরিকাঠামো , বিনিয়োগ , কর্মসংস্থান এবং সরকারি প্রক্রিয়া৷ পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তাটা মোদীর পূর্বসূরী অটলবিহারী বাজপেয়ি বুঝেছিলেন এবং তিনি সারা ভারতকে এক রাজপথের জাল দিয়ে ঢেকে দেবার পরিকল্পনা নিয়েছিলেন , যার প্রচুর সুফল আমরা পেয়েছি৷ টেলি -যোগাযোগ ব্যবস্থারও প্রভূত উন্নতি তাঁর সময়ে হয়েছিল , যার পরিণতি হচ্ছে আজকে দরিদ্র মানুষের হাতেও সেলফোন৷ অপর পক্ষে অন্তর্বর্তী দশ বছর ধরে সনিয়া গান্ধীর চিন্তাভাবনা উন্নয়নমুখী ছিল না , বরঞ্চ বলা যেতে পারে ভিক্ষাদানমুখী ছিল৷ কথাটা একটু কড়া হয়ে গেল , কিন্ত্ত হিন্দিতে একটা কথা আছে , 'মাই -বাপ সরকার ', অর্থাত্ মা -বাপের সঙ্গে শিশুর যে সম্পর্ক, সরকারের সঙ্গে দেশবাসীরও সেই সম্পর্ক কায়েম করার প্রবণতা ছিল সনিয়া গান্ধীর সরকারের মধ্যে৷ আমি অত্যন্ত সচেতন ভাবে মনমোহন সিংয়ের নাম না করে সনিয়া গান্ধীর নাম করছি , কারণ নব্বইয়ের দশকে মনমোহন সিংয়ের অর্থনীতি সম্পূর্ণ এর বিপরীত ছিল --- সনিয়া ও তাঁর তথাকথিত 'ঝোলাওয়ালা বাহিনী ', অর্থাত্ জাতীয় উপদেষ্টা পরিষদ , যাঁরা সাবেক নেহরুবাদী ও সমাজতন্ত্রী অর্থনীতিতে বিশ্বাসী ছিলেন তাঁরাই এই অর্থনীতি কায়েম করেছিলেন , মনমোহন পাত্তা পাননি৷ কৃষি ঋণ মকুব এবং একশো দিনের কাজ এই অর্থনীতিরই ফসল , এবং এর অবশ্যম্ভাবী পরিণতি হয়েছিল এক উত্কট বাজেট ঘাটতিতে এবং লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে৷
নরেন্দ্র মোদী নিঃসন্দেহে এই অর্থনীতি পরিত্যাগ করবেন এবং এক উন্নয়নমুখী অর্থনীতিতে উত্তরণ ঘটাবেন৷ পরিকাঠামো নির্মাণে প্রচুর জোর দেবেন৷ এখানে উল্লেখ্য , পরিকাঠামো নির্মাণ পুরোপুরি সরকারি খরচে না -ও হতে পারে , বিওটি , বিওএলটি প্রভৃতি চুক্তির মাধ্যমে এ ব্যাপারে বেসরকারি পুঁজিকেও বিরাট আকারে টেনে আনা সম্ভব , যেমন আমাদের পশ্চিমবঙ্গেই হয়েছে দ্বিতীয় বিবেকানন্দ সেতু (নিবেদিতা সেতু) এবং তত্সংলগ্ন মহাসড়ক তৈরিতে৷ এই ধরনের কাজ সম্ভবত মোদীর আমলে অগ্রাধিকার পাবে৷ পরিকাঠামো উন্নয়নের আর একটি দিক নগর উন্নয়ন , যার উপরেও মোদী নিঃসন্দেহে জোর দেবেন৷ পশ্চিমবঙ্গে যে শিল্পপতি থেকে আরম্ভ করে অধস্তন সরকারি কর্মচারী পর্যন্ত কেউ 'কলকাতা ছাড়তে চান না ', সেটা এই নগর উন্নয়নের ব্যর্থতারই ফসল৷
বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান মোদীর অর্থনৈতিক পরিকল্পনার একটা বড়ো জায়গা করে নেবে , এবং তার একটা প্রয়োজনীয় উপাদান পরিকাঠামো উন্নয়ন , যা এতক্ষণ আলোচিত হল৷ আর একটা উপাদান সরকারি প্রক্রিয়ার সরলীকরণ , যার কথা মাঝে মাঝে শোনা যায় 'ওয়ান -উইন্ডো ' ব্যবস্থার প্রসঙ্গে৷ আমরা আমাদের সরকারি প্রক্রিয়া ব্রিটিশের কাছ থেকে পেয়েছি , এবং এর মূল কথা 'অবিশ্বাস '৷ কারণ ব্রিটিশরা বিশ্বাস করত যে ভারতীয়রা অসত্ , এবং সরকারি প্রক্রিয়াকে জটিল না করলে এরা সব 'মেরে দেবে '৷ আমরা স্বাধীনতা পেয়েছি , কিন্ত্ত নিজেদের পুরোপুরি বিশ্বাস করতে এখনও শিখিনি৷ মোদী নিশ্চয়ই এই সরলীকরণে জোর দেবেন৷
সনিয়ার আমলের একটা বহুচর্চিত কথা বলে শেষ করি৷ কথাটা হল 'ইনক্লুসিভ গ্রোথ ', অর্থাত্ সেই শ্রীবৃদ্ধি যা সকলকে সঙ্গে নিয়ে চলে , সকলেরই শ্রীবৃদ্ধি ঘটায়৷ এটার মধ্যে ওই ভিক্ষাদানের প্রবণতা এবং তার মাধ্যমে অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির ভোট পাবার চেষ্টাও কিন্ত্ত জড়িয়ে আছে৷ আমার মনে হয় এই তথাকথিত 'ইনক্লুসিভ গ্রোথ '-এ মোদী বিশ্বাস করেন না --- তিনি বিশ্বাস করেন যে উন্নয়ন যদি হয় তা হলে কেউই পিছনে পড়ে থাকবে না৷ তার ফলে আয়ের বৈষম্য নিঃসন্দেহে থাকবে , কিন্ত্ত সর্বনিম্ন মানুষটির অর্থনৈতিক অবস্থা যদি ভালো করা যায় তবে এই বৈষম্যে কিছু এসে যাবে না৷ বস্ত্ততঃ , মানুষের ব্যবসায়িক প্রবণতা , 'এন্ত্রেপ্রেনিয়োরাল স্পিরিট '-এর উত্সই এই বৈষম্য৷ এর প্রতিফলন সম্ভবত আগামী দিনের অর্থনীতিতে দেখা যাবে৷
লেখক বিজেপি -র জাতীয় কর্মসমিতির সদস্য , মতামত ব্যক্তিগত
http://eisamay.indiatimes.com/editorial/post-editorial/modi-model-means-change-of-development/articleshow/35715746.cms
No comments:
Post a Comment