Thursday, May 29, 2014

পার্থর অস্বস্তি বাড়ালেন সেই আরাবুল

পার্থর অস্বস্তি বাড়ালেন সেই আরাবুলPARTHA-2
বুধবার শিক্ষামন্ত্রীর চেয়ারে বসেই পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, 'রাজনীতিকে (শিক্ষাঙ্গনে) ঠাঁই দেব না৷' কিন্ত্ত নতুন দায়িত্বে পার্থবাবুর অভিষেকের দিনেই তাঁর অস্বস্তি কিছুটা বাড়ালেন ভাঙড়ের সেই বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলাম৷ শিক্ষামন্ত্রীর অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন আরাবুল৷ পার্থবাবুকে 'গুরু' এবং নিজেকে 'শিষ্য' বলেও দাবি করেন৷ যদিও পার্থবাবু অন্তত প্রকাশ্যে তাঁকে কোনও গুরুত্ব দেননি৷

ব্রাত্য বসুর প্রস্থানের পর বুধবার বিকাশ ভবনে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেন পার্থবাবু৷ দুপুর সওয়া বারোটা নাগাদ তিনি পৌঁছনোর আগেই সেখানে হাজির হয়ে যান আরাবুল৷ পার্থবাবু দপ্তরে ঢোকার সময়েও তাঁর সঙ্গেই ঢুকে পড়েন ভাঙড়ের প্রাক্তন এই বিধায়ক৷ ভাঙড়ের কলেজে নিজের মত চাপাতে ব্যর্থ হয়ে শিক্ষক-শিক্ষিকাদের দিকে জলের মগ ছোড়া থেকে শুরু করে সেখানকার একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানে মাতব্বরিতে অভিযুক্ত আরাবুলের উপস্থিতি নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায় কর্মীমহলে৷ সংবাদমাধ্যমের সামনে অস্বস্তিকর অবস্থা তৈরি হচ্ছে বুঝেই সম্ভবত পার্থবাবু এর পর নিজের ঘর থেকে বিতর্কিত ওই নেতাকে সরিয়ে দেন৷ যদিও বাইরে এসেই আরাবুল সদর্পে ঘোষণা করেন, 'পার্থবাবু আমার গুরু৷ তিনি যেখানে এসেছেন, শিষ্য তো আসবেই৷ আর এখানে (বিকাশ ভবন) কি আমার আসা বারণ?'

পরে সেই মন্তব্য নিয়ে মতামত জানতে চাইলে পার্থবাবু বলেন, 'ও কী করতে এসেছে বা কী বলেছে, আমি জানি না৷ আমি রাজনীতিকে (শিক্ষাঙ্গনে) কোনও ভাবেই ঠাঁই দেব না৷' সেই সঙ্গেই অবশ্য তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'রাজনীতিকে কী ভাবে দেখা হচ্ছে, সেটাও অবশ্য দেখার৷'

শিক্ষামহলের বক্তব্য, নতুন মন্ত্রী প্রকাশ্যে আরাবুলের মতো বিতর্কিত চরিত্রকে এড়াতে চাইলেও শিক্ষাক্ষেত্রের রাজনীতিকরণের ব্যাপারে বাম আমলের যে অসুখ পরিবর্তনের জমানাতেও সমানে চলে আসছে, পার্থবাবু তাতে ইতি টানার মতো কিছু করতে পারবেন বা চাইছেন--প্রথম দিন অন্তত তেমন আশাপ্রদ কিছু ঘটেনি৷ পার্থবাবু বরং পূর্বসূরি ব্রাত্যর কাজের ঢালাও প্রশংসা করেন৷ তাঁর কথায়, 'ব্রাত্য এই দপ্তরে প্রচুর কাজ করেছে৷ আমার প্রাথমিক দায়িত্ব হল সে সব কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং আরও উন্নত করা৷' প্রাক্তন শিক্ষামন্ত্রীর আমলে অবশ্য শিক্ষক নিয়োগ ঘিরে একের পর এক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে৷ পরিবর্তনের পর পরই রায়গঞ্জে অধ্যক্ষ নিগ্রহ থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে বার বার দলবাজির অভিযোগও সামনে এসেছে৷ ফলে দলতন্ত্র উচ্ছেদে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার নিয়ে বারে বারেই প্রশ্ন উঠেছে৷ সে সব প্রসঙ্গ এড়িয়েই গিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী৷ আগের শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু নতুন মন্ত্রীর জন্য উচ্চশিক্ষা সংক্রান্ত ৩৭টি এবং মাধ্যমিক স্তরের শিক্ষা বিষয়ে ২৭টি 'জরুরি' ফাইল-এর একটি তালিকা তৈরি করে গিয়েছেন৷ প্রথম দিন দপ্তরের অফিসারদের সঙ্গে সে সব নিয়েই প্রাথমিক আলোচনা সারেন পার্থবাবু৷
http://eisamay.indiatimes.com/city/kolkata/arabul-creates-embarrasing-situation-for-partha-chatterjee/articleshow/35709742.cms?

No comments:

Post a Comment