১০০ দিনের প্রকল্পের পুনর্গঠন
এই সময়: সনিয়া গান্ধী তথা ইউপিএ সরকারের সবচেয়ে 'প্রিয়' প্রকল্প মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার যোজনার (একশ' দিনের কাজের প্রকল্প) পুনর্গঠন করার ইঙ্গিত দিয়ে রাখলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গোপীনাথ মুণ্ডে৷
মঙ্গলবার মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর মুণ্ডে বলেন, 'দেশের গ্রামগুলির উন্নয়নের পাশাপাশি সেখানে বসবাসকারী দরিদ্র ব্যক্তিদের কাজের সুযোগ নিশ্চিত করতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা আইন সংশোধন করা হবে৷ প্রকল্পটি আমার পছন্দের কারণ, দেশের গ্রামাঞ্চলের জন্য এটি একটি আদর্শ প্রকল্প৷ তবে, প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে সমস্যা থাকায় এর মূল উদ্দেশ্য সাধিত হয়নি৷ ইউপিএ সরকার যখন এই প্রকল্প চালু করে তখন সংসদে এক বিতর্কে আমি একে সমর্থন জানিয়েছিলাম৷ কিন্ত্ত, প্রকল্পটি যথাযথ রূপায়িত হয়নি৷ সঠিক পরিচালনা এবং প্রকল্পখাতে টাকা খরচের ক্ষেত্রেও অনেক সমস্যা ছিল৷ আমি মনে করি এমএনআরইজিএ-র জন্য বরাদ্দ অর্থ গ্রামের উন্নয়নমূলক কাজে এমনভাবে ব্যবহার করা হয় যাতে একই সঙ্গে গ্রামের মানুষেরও কর্মসংস্থান হয়৷'
দেশের প্রত্যেকটি বাড়িতে শৌচাগার তৈরি ও পানীয় জলের ব্যবস্থা করাই তাঁর কাজের তালিকায় অগ্রাধিকার পাবে বলে মুন্ডে জানান৷ গ্রামোন্নয়ন মন্ত্রক ছাড়াও পঞ্চায়েতি রাজ মন্ত্রকের দায়িত্বও পেয়েছেন মুণ্ডে৷ শৌচাগার তৈরি এবং পানীয় জল প্রকল্পখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবিও তুলেছেন মুণ্ডে৷ তিনি বলেন, 'বর্তমানে এই খাতে যথেষ্ট টাকা বরাদ্দ করা হয় না৷ আমি স্যানিটেশন প্রকল্পকে একটি সুনির্দিষ্ট আকার দিতে চাই৷ গ্রামের প্রতিটি বাড়িতে এবং রাস্তায় শৌচাগার তৈরি করতে হবে৷ সেই সঙ্গে দেশের ২৫০টি অনগ্রসর জেলা এবং ৮৩টি নক্সাল অধ্যুষিত এলাকার উন্নয়নের উপরেও জোর দেওয়া হবে৷'
এর পাশাপাশি নয়া জমি অধিগ্রহণ আইন কঠোরভাবে রূপায়ণ করারও সিদ্ধান্ত নিয়েছে তাঁর মন্ত্রক৷ পূর্বতন ইউপিএ সরকারের প্রণয়ন করা জমি অধিগ্রহণ আইনের প্রশংসা করে মুন্ডে বলেন, 'এটি অত্যন্ত ভালো আইন এবং ভারতীয় জনতা পার্টি সংসদে আইনটিকে সমর্থন করেছিল৷ আইনটি সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তা দেখা এখন আমার দায়িত্ব৷'
মঙ্গলবার মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর মুণ্ডে বলেন, 'দেশের গ্রামগুলির উন্নয়নের পাশাপাশি সেখানে বসবাসকারী দরিদ্র ব্যক্তিদের কাজের সুযোগ নিশ্চিত করতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা আইন সংশোধন করা হবে৷ প্রকল্পটি আমার পছন্দের কারণ, দেশের গ্রামাঞ্চলের জন্য এটি একটি আদর্শ প্রকল্প৷ তবে, প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে সমস্যা থাকায় এর মূল উদ্দেশ্য সাধিত হয়নি৷ ইউপিএ সরকার যখন এই প্রকল্প চালু করে তখন সংসদে এক বিতর্কে আমি একে সমর্থন জানিয়েছিলাম৷ কিন্ত্ত, প্রকল্পটি যথাযথ রূপায়িত হয়নি৷ সঠিক পরিচালনা এবং প্রকল্পখাতে টাকা খরচের ক্ষেত্রেও অনেক সমস্যা ছিল৷ আমি মনে করি এমএনআরইজিএ-র জন্য বরাদ্দ অর্থ গ্রামের উন্নয়নমূলক কাজে এমনভাবে ব্যবহার করা হয় যাতে একই সঙ্গে গ্রামের মানুষেরও কর্মসংস্থান হয়৷'
দেশের প্রত্যেকটি বাড়িতে শৌচাগার তৈরি ও পানীয় জলের ব্যবস্থা করাই তাঁর কাজের তালিকায় অগ্রাধিকার পাবে বলে মুন্ডে জানান৷ গ্রামোন্নয়ন মন্ত্রক ছাড়াও পঞ্চায়েতি রাজ মন্ত্রকের দায়িত্বও পেয়েছেন মুণ্ডে৷ শৌচাগার তৈরি এবং পানীয় জল প্রকল্পখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবিও তুলেছেন মুণ্ডে৷ তিনি বলেন, 'বর্তমানে এই খাতে যথেষ্ট টাকা বরাদ্দ করা হয় না৷ আমি স্যানিটেশন প্রকল্পকে একটি সুনির্দিষ্ট আকার দিতে চাই৷ গ্রামের প্রতিটি বাড়িতে এবং রাস্তায় শৌচাগার তৈরি করতে হবে৷ সেই সঙ্গে দেশের ২৫০টি অনগ্রসর জেলা এবং ৮৩টি নক্সাল অধ্যুষিত এলাকার উন্নয়নের উপরেও জোর দেওয়া হবে৷'
এর পাশাপাশি নয়া জমি অধিগ্রহণ আইন কঠোরভাবে রূপায়ণ করারও সিদ্ধান্ত নিয়েছে তাঁর মন্ত্রক৷ পূর্বতন ইউপিএ সরকারের প্রণয়ন করা জমি অধিগ্রহণ আইনের প্রশংসা করে মুন্ডে বলেন, 'এটি অত্যন্ত ভালো আইন এবং ভারতীয় জনতা পার্টি সংসদে আইনটিকে সমর্থন করেছিল৷ আইনটি সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তা দেখা এখন আমার দায়িত্ব৷'
No comments:
Post a Comment