Wednesday, May 28, 2014

শেয়ার মার্কেটেও শহেনশা

শেয়ার মার্কেটেও শহেনশা


amitabh
এই সময় ডিজিটাল ডেস্ক: শুধু অন্যকে কোটিপতি বানিয়ে শূণ্য হাতে বসে থাকতে কার ভালো লাগে বলুন? বিশেষ করে সেই ব্যক্তি যদি একটা সময় চূড়ান্ত আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে গিয়ে থাকেন?

হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে বলিউডের শহেনশা, অমিতাভ বচ্চনের। কেরিয়ারের ওঠানামার উপরে যাতে আর্থিক সঙ্গতি ক্ষতিগ্রস্ত না হয়, তাই বিগ বি আপাতত ভরসা রাখছেন সেনসেক্সের ওঠাপড়ায়। বুধবার ওপেন মার্কেট থেকে স্ট্যামপেড ক্যাপিটল-এর ১ লাখ ১০ হাজার শেয়ার কিনেছেন বিগ বি। যার মূল্য ১ কোটি ২১ লাখ টাকা। ১০৯.৯২ টাকা দরে এই শেয়ারগুলি কিনেছেন অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার দুপুর দেড়টার মধ্যে এর প্রতিটি ইউনিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৯.৯৫ টাকা। ফলে প্রতি ইউনিট প্রতি একদিনের মধ্যেই ১০.০৩ টাকার লাভ হয়েছে বিগ বি-র। স্ট্যামপেড ক্যাপিটল ছাড়াও জাস্ট ডায়েল সংস্থার ৬২,৭৯৪ টি শেয়ারের মালিক অমিতাভ। ২০১১ সালে এই শেয়ার কেনেন তিনি। তখন প্রতি ইউনিটের দাম ছিল দশ টাকা। সেই সময়ে ৬ লাখ ২৭ হাজার টাকা খরচ করলেও এখন তার সামগ্রিক মূল্য প্রায় ৯ কোটি!

No comments:

Post a Comment