Wednesday, May 28, 2014

ভারতকে কর তথ্যে সাহায্য করবে মরিশাস

ভারতকে কর তথ্যে সাহায্য করবে মরিশাস

নয়াদিল্লি: ভারতের সঙ্গে কর সংক্রান্ত যাবতীয় তথ্য যাতে স্বয়ংক্রিয়ভাবে আদানপ্রদান করা যায় তার ব্যবস্থা করতে চলেছে মরিশাস৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে মরিশাসের ভারতীয় বংশোদ্ভুত প্রধানমন্ত্রী নবীন রামগুলাম বলেন, 'ভারতের সঙ্গে কর সংক্রান্ত যাবতীয় তথ্য আদানপ্রদান যাতে স্বয়ংক্রিয়ভাবে হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা৷ আমাদের আইন ব্যবস্থা লঙ্ঘণ করে বা তার অপব্যবহার করে কেউ বেআইনি কাজ করলে তা কোনওমতেই বরদাস্ত করা হবে না৷' 

নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসার পর কালো টাকা উদ্ধার ও বেআইনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটা প্রথম গুরুত্বপূর্ণ জয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ ভারত-মরিশাসের মধ্যে দ্বৈত কর চুক্তি লাগু করার উপরেও জোর দিয়েছেন রামগুলাম৷ দ্বৈত কর চুক্তির সংশোধন ও চুক্তি বাস্তবায়নের জন্য ভারতকে দীর্ঘদিন ধরেই বলে আসছে মরিশাস৷ কিন্ত্ত, ভারতের আশঙ্কা, এই চুক্তি হলে অনেকেই সেই সুযোগ কাজে লাগিয়ে কর ফাঁকির পথে হাঁটবে৷ তাই এই চুক্তি বাস্তবায়নের বদলে আলাপ-আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে৷ এ প্রসঙ্গে রামগুলাম বলেন, 'দু'দেশের মধ্যে দ্বৈত কর চুক্তি নিয়ে তৈরি হওয়া সংশয় দ্রুত সমাধান হওয়া দরকার৷ বিষয়টির নিশ্চয়তা, স্বচ্ছতা এবং সম্ভাবনা নিয়ে আমরা দু'জনেই সহমত হয়েছি৷' 

দীর্ঘদিন ধরে মরিশাসই ছিল প্রথম দেশ যেখান থেকে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আসে ভারতে৷ তৃতীয় কোনও দেশের বিনিয়োগকারীরা মরিশাসের সঙ্গে ভারতের কর চুক্তির সুবিধা নিয়ে মূলধনী আয়বাবদ কর বাঁচিয়েছিলেন বলে সন্দেহ ছিল পূর্বতন ইউপিএ সরকারের৷ এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার এ দেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট বাধ্যতামূলক করে৷ কিন্ত্ত, টিআরসি দাখিল করলে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্বের পরিচয় প্রতিষ্ঠিত হলেও তিনি করচুক্তির সুবিধা ভোগ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়৷ এর জেরে এক সময় ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের শীর্ষে থাকলেও সম্প্রতি দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে মরিশাস৷ এর পরেও অবশ্য ভারতকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসাবেই দেখছে মরিশাস৷ এমনকি তারা ভারতের জেনারেল অ্যান্টি-অ্যাভয়ডেন্স রুল (জিএএআর) ও প্রত্যক্ষ কর বিধির দিকেও তাকিয়ে রয়েছে৷

No comments:

Post a Comment