খুচরোয় এফডিআই নয়, স্পষ্ট বার্তা বাণিজ্য মন্ত্রীর
নয়াদিল্লি: বহুব্র্যান্ডের খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নিতে অনুমোদন মিলবে না৷ দায়িত্ব নিয়েই সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন নতুন বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারমন৷ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব নিয়ে সীতারমন বলেন, 'ছোট ও ক্ষুদ্র চাষি এবং বিক্রেতাদের কথা মাথায় রেখে বহুব্র্যান্ডের খুচরোয় বিদেশি লগ্নি অনুমোদন করা যাবে না৷ বিদেশি সংস্থা এখানে এসে বড় দোকান খুললে সাধারণ বিক্রেতাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে৷ এ বিষয়ে আমার দলের অবস্থানও খুব স্পষ্ট৷ আমরা আগেও বলেছি, ক্ষুদ্র-ছোট ও মাঝারি খুচরো বিক্রেতাদের হাতে এখানে তেমন শক্তি নেই যে তারা বিদেশি সংস্থার সঙ্গে পাল্লা দিতে পারে৷ গ্রামের দরিদ্র চাষির কথাও মাথায় রাখা উচিত৷ এ অবস্থায় যদি বিদেশি লগ্নির বাঁধ ভেঙে যায়, তা হলে সাধারণ বিক্রেতার ব্যবসার উপর তা বিরূপ প্রভাব ফেলবে৷'
তিনি জানিয়েছেন, খুচরো ব্যবসা বাদে অন্য কিছুতে এফডিআই নিয়ে সরকারের আপত্তি নেই৷ তবে ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্রে এফডিআই অনুমোদনে সচেষ্ট হবে সরকার৷ নির্বাচনী ইস্তাহারে বিজেপি বলেছিল, বহুব্র্যান্ডের খুচরো ছাড়া কর্মসংস্থান ও সম্পদ সৃষ্টিতে বিশেষ করে পরিকাঠামো, উন্নতমানের প্রযুক্তি প্রভৃতির ক্ষেত্রে এফডিআই অনুমোদনে আগ্রহী হবে সরকার৷
২০১২ সালের সেপ্টেম্বরে বহুব্র্যান্ডের খুচরো পণ্যে ৪৯ শতাংশ পর্যন্ত এফডিআই অনুমোদিত হলেও এখনও পর্যন্ত ব্রিটিশ সংস্থা টেসকোর প্রস্তাবই ছাড়পত্র পেয়েছে৷ ভারতী ও ওয়ালমার্টের গাঁটছড়া ভেঙে যাওয়ায় ওয়ালমার্টের রিটেল চেন খোলার স্বপ্ন এখনও অধরাই৷ সুতরাং, খুচরোয় এফডিআই লগ্নি প্রত্যাহার করা হলে খুব বেশি সংস্থা ক্ষতিগ্রস্ত হবে না৷
নতুন মন্ত্রীর এ দিনের মন্তব্যে দেশের খুচরো ব্যবসায়ী সংগঠনের সিইও কুমার রাজাগোপালন বলেছেন, 'সরকারের এই অবস্থানকে খতিয়ে দেখতে হবে৷ আমাদের ধৈর্য ধরতে হবে৷ কারণ সরকারের নীতি এখনও স্পষ্ট নয়৷ খুচরোয় এফডিআইয়ের বিরোধিতা করলেও বিজেপির নির্বাচনী ইস্তাহারে খুচরো পরিকাঠামো, খুচরোর আধুনিকীকরণ ও সরবরাহ ক্ষেত্রে জোর দেবে বলে জানিয়েছিল বিজেপি৷' রিটেল সংস্থা ফিউচার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কিশোর বিয়ানি কিছুদিন আগেই বলেছিলেন, 'একক বা বহুব্র্যান্ড, এ ভাবে বিভাজন না করে বরং দোকানের ধরন হিসেবে বিদেশি লগ্নি অনুমোদন করা উচিত৷ কিছু জায়গায় সাধারণ ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, কয়েকটি সুপারমার্কেট রয়েছে আবার কোথাও হাইপার-মার্কেট রয়েছে৷ সরকার এ বার ঠিক করুক কোন দোকানে বিদেশি লগ্নি অনুমোদন করবে৷'
তিনি জানিয়েছেন, খুচরো ব্যবসা বাদে অন্য কিছুতে এফডিআই নিয়ে সরকারের আপত্তি নেই৷ তবে ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্রে এফডিআই অনুমোদনে সচেষ্ট হবে সরকার৷ নির্বাচনী ইস্তাহারে বিজেপি বলেছিল, বহুব্র্যান্ডের খুচরো ছাড়া কর্মসংস্থান ও সম্পদ সৃষ্টিতে বিশেষ করে পরিকাঠামো, উন্নতমানের প্রযুক্তি প্রভৃতির ক্ষেত্রে এফডিআই অনুমোদনে আগ্রহী হবে সরকার৷
২০১২ সালের সেপ্টেম্বরে বহুব্র্যান্ডের খুচরো পণ্যে ৪৯ শতাংশ পর্যন্ত এফডিআই অনুমোদিত হলেও এখনও পর্যন্ত ব্রিটিশ সংস্থা টেসকোর প্রস্তাবই ছাড়পত্র পেয়েছে৷ ভারতী ও ওয়ালমার্টের গাঁটছড়া ভেঙে যাওয়ায় ওয়ালমার্টের রিটেল চেন খোলার স্বপ্ন এখনও অধরাই৷ সুতরাং, খুচরোয় এফডিআই লগ্নি প্রত্যাহার করা হলে খুব বেশি সংস্থা ক্ষতিগ্রস্ত হবে না৷
নতুন মন্ত্রীর এ দিনের মন্তব্যে দেশের খুচরো ব্যবসায়ী সংগঠনের সিইও কুমার রাজাগোপালন বলেছেন, 'সরকারের এই অবস্থানকে খতিয়ে দেখতে হবে৷ আমাদের ধৈর্য ধরতে হবে৷ কারণ সরকারের নীতি এখনও স্পষ্ট নয়৷ খুচরোয় এফডিআইয়ের বিরোধিতা করলেও বিজেপির নির্বাচনী ইস্তাহারে খুচরো পরিকাঠামো, খুচরোর আধুনিকীকরণ ও সরবরাহ ক্ষেত্রে জোর দেবে বলে জানিয়েছিল বিজেপি৷' রিটেল সংস্থা ফিউচার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কিশোর বিয়ানি কিছুদিন আগেই বলেছিলেন, 'একক বা বহুব্র্যান্ড, এ ভাবে বিভাজন না করে বরং দোকানের ধরন হিসেবে বিদেশি লগ্নি অনুমোদন করা উচিত৷ কিছু জায়গায় সাধারণ ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, কয়েকটি সুপারমার্কেট রয়েছে আবার কোথাও হাইপার-মার্কেট রয়েছে৷ সরকার এ বার ঠিক করুক কোন দোকানে বিদেশি লগ্নি অনুমোদন করবে৷'
http://eisamay.indiatimes.com/business/commerce-and-industry-minister-nirmala-sitharam-says-no-to-fdi-in-retail/articleshow/35663792.cms?
No comments:
Post a Comment