Wednesday, May 28, 2014

স্থিতিশীল করা হবে করনীতি

স্থিতিশীল করা হবে করনীতি


ravi
নয়াদিল্লি: আইন, টেলিকম ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব নিয়ে মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সেনানায়ক রবিশঙ্কর প্রসাদ মঙ্গলবার প্রথমেই ভারতে বিনিয়োগের ব্যাপারে বিদেশি প্রতিষ্ঠানগুলিকে আশ্বস্ত করে সরকারের অবস্থান স্পষ্ট করে দেন৷ তিনি বলেন, 'আর্থিক বিষয়, নীতি ও কর রূপায়ণই হল আমাদের দীর্ঘমেয়াদি ভাবনা, কারণ দেশে বিনিয়োগ দরকার৷ বিনিয়োগকারীদের সামনে স্থিতিশীল আর্থিক নীতি ও আইন থাকা দরকার৷ অতীতের কোনও লেনদেনের জের টেনে তার উপর রেট্রোস্পেকটিভ কর চাপানো যথাসম্ভব এড়িয়ে চলা হবে৷' সেই সঙ্গে দেশের বিচার ব্যবস্থার সংস্কারের কথাও তিনি শোনান৷

প্রসাদের এই বিবৃতিতে নিশ্চিতভাবেই খানিকটা স্বস্তি পাবে ভোডাফোন, নোকিয়ার মতো সংস্থাগুলি৷

টু'জি ও কয়লা কেলেঙ্কারি ছিল দ্বিতীয় ইউপিএ সরকারের সবচেয়ে অস্বস্তির কারণ৷ সে কথা মাথায় রেখে প্রসাদ বলেন, 'সর্বশক্তি দিয়ে দুর্নীতি রোধ করা হবে৷ দেশে বিনিয়োগের পরিবেশ বদলানোই হবে নতুন সরকারের প্রথম লক্ষ্য৷' জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশের সময়েই বিজেপি নতুন করনীতি প্রণয়ণ করতে পারে বলে আশা করা হচ্ছে৷

২০১২ সালে দ্বিতীয় ইউপিএ সরকার জেনারেল অ্যান্টি অ্যাভয়ডেন্স রুলস নামে নতুন কর বিধি প্রণয়ন করে অতীতের বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তির উপর মোট টাকার বকেয়া করের নোটিশ পাঠায়৷ এর ফলে সমস্যায় পড়ে ভোডাফোন ও নোকিয়ার মতো সংস্থা৷ এই কর মামলাগুলি এখনও আদালতের বিচারাধীন৷ এই করনীতি বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিরূপ বার্তা পাঠাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ তবে, নতুন সরকারের আমলে ভোডাফোন এবং নোকিয়া আদালতের বাইরেই তাদের কর মামলা মিটিয়ে নেওয়ার নতুন করে চেষ্টা শুরু করতে পারে বলে মনে করছেন তাঁরা৷

No comments:

Post a Comment