Wednesday, May 28, 2014

সোনা নামল ২৭ হাজারে

সোনা নামল ২৭ হাজারে


gold
এই সময়: বৃষ্টির পাশাপাশি সোনাও স্বস্তি দিচ্ছে শহরবাসীকে৷ মঙ্গলবার শহরে ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম ১৫০ টাকা পড়ে ২৭ হাজারের ঘরে চলে এসেছে৷ দাম হয়েছে ২৭,৯৯০ টাকা৷ ১০ গ্রাম গয়না সোনার (২২ ক্যারাট) দর ১৪৫ টাকা পড়ে হয়েছে ২৬,৫৫৫ টাকা৷ এ দিন কেজি প্রতি রুপোর দর ছিল ৪১ হাজার টাকা৷ সোনা মজুতকারীরা ব্যাপক হারে সোনা বিক্রি করতে থাকায় সোনার দাম এ দিন সারা দেশজুড়ে পড়েছে৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, সম্প্রতি সোনা আমদানির নীতিতে রাশ শিথিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক৷ নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের পাশাপাশি এখন কয়েকটি বাণিজ্য সংস্থাও সোনা আমদানি করতে পারবে৷ এ ছাড়া সোমবারই জানা গিয়েছে, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে চলতি খাতের ঘাটতি জিডিপির ০.২ শতাংশে পৌঁছেছে, যা গত পাঁচ বছরে সর্বনিম্ন৷ ২০১৩-১৪ বর্ষে মোট চলতি খাতের ঘাটতি জিডিপির ১.৭ শতাংশে নেমে এসেছে৷ ২০১২-১৩ বর্ষে তা ছিল জিডিপির ৪.৮ শতাংশে৷ সুতরাং আগামী দিনে সোনা আমদানিতে সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক আরও নরম অবস্থান নেবে বলেই ধারণা৷ সে ক্ষেত্রে দেশে সোনা সরবরাহে কোনও টান পড়বে না৷ এই ধারণা থেকেই মজুতকারীরা সোনা বিক্রিতে মেতেছেন৷ যার জন্য এ দিন শেয়ার বাজার ১৮৪ পয়েন্ট পড়লে নিয়ম মাফিক সোনার দাম বাড়ার কথা ছিল৷ কিন্ত্ত সোনার সেই বিনিয়োগ-মূল্য জৌলুসহীন হওয়াতে দাম ক্রমশ নীচের দিকে চলে যায়৷

এ দিন দিল্লির বাজারেও ১০ গ্রাম পাকা সোনার দর ১৭০ টাকা পড়ে ২৮,১০০ টাকা হয়৷ যা গত ১০ মাসে সর্বনিম্ন৷

No comments:

Post a Comment