লগ্নি বাড়াতে তিন শক্তি মন্ত্রকের দায়িত্বে গোয়েল
নয়াদিল্লি: কয়লা, বিদ্যুত্ ও অপ্রচলিত শক্তি ক্ষেত্রে সামঞ্জস্য আনতে এই তিন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে পীযূস গোয়েলকে৷ মঙ্গলবার মন্ত্রকের দায়িত্ব নিয়ে গোয়েল বলেন, 'উদ্দেশ্য পরিষ্কার, আমাদের আরও বিদ্যুত্, আরও শক্তি দরকার৷ তিন মন্ত্রকে এক ছাতার তলায় আনার উদ্দেশ্যই হল জমে থাকা প্রকল্পগুলিকে পুনরায় চালু করানোর এবং নতুন বিনিয়োগ টানতে সুসংহত ব্যবস্থা গ্রহণ করা৷'
এক সময় পরিকল্পনা করা হয়েছিল যাতে ২০১২ সালের মধ্যে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ করা যায়, কিন্ত্ত পরিকাঠামোর অভাব, কয়লার অপ্রতুলতা ও বিদ্যুত্ চুরি ও ভর্তুকির কারণে তা করে ওঠা সম্ভব হয়নি৷ বিশেষজ্ঞরা মনে করছেন, শক্তি উত্পাদন বাড়াতে হলে তার প্রথম পদক্ষেপই হবে কয়লার উত্পাদন বৃদ্ধি করা৷ তা করতে পারলে বিদ্যুতের ঘাটতি কমবে ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই ক্ষেত্রে আরও বেশি করে ঋণ দিতে উত্সাহিত হবে৷ কয়লার ঘটাতির জন্য বিদ্যুত্ সংস্থা ও অনুসারী সংস্থাগুলো রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলনকারী সংস্থা কোল ইন্ডিয়াকেই দুষত৷ কোল ইন্ডিয়ার অভিযোগ ছিল, বিদ্যুত্ সংস্থাগুলো নিজেরা কয়লার ব্লকের উন্নয়নই করতে পারেনি৷ উত্পাদন কম হওয়ার জন্য পরিবেশমন্ত্রককে দায়ী করত কয়লামন্ত্রক৷ আর পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রক আক্ষেপ, শক্তি উত্পাদনের ব্যাপারে কয়লা ছাড়া অন্য কোনও দিকে নজরই দেওয়া হয় না৷ এখন অনেক বিশেষজ্ঞই মনে করছেন, সবক'টি মন্ত্রকের দায়িত্বে একই ব্যক্তি থাকায়, এবার 'লড়াই' থামবে৷ কোট্যাক সিকিউরিটিজের সঞ্জীব জারবাড়ে বলেন, 'তিন মন্ত্রকের দায়িত্বে একজন মন্ত্রী থাকার ভালো দিক আছে, এর ফলে ভালো সমন্বয় হবে৷ বিশেষ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারা ও একযোগে কাজ করলেই দেশের শক্তিক্ষেত্রে ভালো বৃদ্ধি ঘটবে৷'
ভারতে যে ক'টা রাজ্য বাড়তি বিদ্যুত্ উত্পাদন করে তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটও রয়েছে৷ ওই রাজ্যে গিয়ে বিদ্যুত ব্যবস্থা সরেজমিনে দেখবেন বলে জানিয়েছেন গোয়েল৷ তিনি বলেন, 'গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় সব অর্থেই শক্তি ক্ষেত্রের উন্নয়ন করেছেন নরেন্দ্র মোদী - তা গ্রাহক হোক, উত্পাদক হোক বা বা স্বচ্ছতার বিচারে হোক৷'
এক সময় পরিকল্পনা করা হয়েছিল যাতে ২০১২ সালের মধ্যে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ করা যায়, কিন্ত্ত পরিকাঠামোর অভাব, কয়লার অপ্রতুলতা ও বিদ্যুত্ চুরি ও ভর্তুকির কারণে তা করে ওঠা সম্ভব হয়নি৷ বিশেষজ্ঞরা মনে করছেন, শক্তি উত্পাদন বাড়াতে হলে তার প্রথম পদক্ষেপই হবে কয়লার উত্পাদন বৃদ্ধি করা৷ তা করতে পারলে বিদ্যুতের ঘাটতি কমবে ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই ক্ষেত্রে আরও বেশি করে ঋণ দিতে উত্সাহিত হবে৷ কয়লার ঘটাতির জন্য বিদ্যুত্ সংস্থা ও অনুসারী সংস্থাগুলো রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলনকারী সংস্থা কোল ইন্ডিয়াকেই দুষত৷ কোল ইন্ডিয়ার অভিযোগ ছিল, বিদ্যুত্ সংস্থাগুলো নিজেরা কয়লার ব্লকের উন্নয়নই করতে পারেনি৷ উত্পাদন কম হওয়ার জন্য পরিবেশমন্ত্রককে দায়ী করত কয়লামন্ত্রক৷ আর পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রক আক্ষেপ, শক্তি উত্পাদনের ব্যাপারে কয়লা ছাড়া অন্য কোনও দিকে নজরই দেওয়া হয় না৷ এখন অনেক বিশেষজ্ঞই মনে করছেন, সবক'টি মন্ত্রকের দায়িত্বে একই ব্যক্তি থাকায়, এবার 'লড়াই' থামবে৷ কোট্যাক সিকিউরিটিজের সঞ্জীব জারবাড়ে বলেন, 'তিন মন্ত্রকের দায়িত্বে একজন মন্ত্রী থাকার ভালো দিক আছে, এর ফলে ভালো সমন্বয় হবে৷ বিশেষ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারা ও একযোগে কাজ করলেই দেশের শক্তিক্ষেত্রে ভালো বৃদ্ধি ঘটবে৷'
ভারতে যে ক'টা রাজ্য বাড়তি বিদ্যুত্ উত্পাদন করে তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটও রয়েছে৷ ওই রাজ্যে গিয়ে বিদ্যুত ব্যবস্থা সরেজমিনে দেখবেন বলে জানিয়েছেন গোয়েল৷ তিনি বলেন, 'গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় সব অর্থেই শক্তি ক্ষেত্রের উন্নয়ন করেছেন নরেন্দ্র মোদী - তা গ্রাহক হোক, উত্পাদক হোক বা বা স্বচ্ছতার বিচারে হোক৷'
No comments:
Post a Comment