Thursday, May 8, 2014

কক্সবাজারে সংখ্যালঘু পরিবারকে সন্ত্রাসীদের হুমকি

কক্সবাজারে সংখ্যালঘু পরিবারকে সন্ত্রাসীদের হুমকি

http://www.allbanglanewspapers.com/janakantha.html
নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার, ৮ মে ॥ সন্ত্রাসীদের হুমকির মুখে শহরের ঐতিহ্যবাহী সংখ্যালঘু ব্যবসায়ী পরিবার দাশ ব্রাদার্সের লোকজন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চিহ্নিত ওই ভূমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় তারা আরও বেশি প্রতিহিংসাপরায়ণ এবং ক্ষুব্ধ হয়ে উঠছে। পরিবারটির সদস্যরা জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে স্বাভাবিক চলাফেরা পর্যন্তও সীমিত করে ফেলেছে বলে জানা গেছে। ইতোমধ্যে কক্সবাজার জেলা পুলিশ সুপার এবং সরকারী একটি গোয়েন্দা সংস্থার কাছেও নিরাপত্তা নিশ্চিত করার জন্য লিখিত আবেদন জানিয়েছেন অসহায় সংখ্যালঘু পরিবারটি। জানা গেছে, ব্যবসায়ী দাশ ব্রাদার্স পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন শহরের গোলদীঘির পাড়ের একখ- জমিতে দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। ওই জমিতে হাবীব নামে এক ব্যক্তি পরিবার-পরিজন নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। চাঁদপুর থেকে কর্মসূত্রে কক্সবাজারে আসা ভাড়াটিয়া মোহাম্মদ হাবীবের একসময় নজর পড়ে ওই জমিটির ওপর। জমিটি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে ভাড়াটিয়া সশস্ত্র সন্ত্রাসী নিয়ে গত বুধবার সন্ধ্যায় দাশ ব্রাদার্স পরিবারের বসতবাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারাত্মক আহত এবং সেখানে তা-ব চালিয়ে ব্যাপক ভাংচুর, মালামাল ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে সন্ত্রাসীরা।

ফরিদপুরে হত্যা মামলায় একজনের ফাঁসি
নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৮ মে ॥ ফরিদপুরে এক মাদ্রাসার ছাত্রকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে এক ব্যক্তির ফাঁসি, দুইজনের যাবজ্জীবন ও অপর একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মুরাদ-এ-মাওলা সোহেল। রায় ঘোষণার সময় সকল আসামি আদালতে হাজির ছিলেন। আদালত এ মামলার আসামি আজিজার মোল্লাকে (৪৮) ফাঁসি ও পাঁচ হাজার টাকা জরিমানা করে। এছাড়া রেহানা বেগম (৪৫) ও ইউনুস ফকিরকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদ-ে দ-িত করে।

No comments:

Post a Comment