Thursday, May 8, 2014

শাহজাদপুরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ॥ রিজভী

শাহজাদপুরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ॥ রিজভী
জনকণ্ঠ ডেস্ক ॥ সিরাজগঞ্জের শাহজাদপুরে কাছারীবাড়িতে হাজারো রবীন্দ্রভক্তের সামনে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ফের বলেছেন, শাহজাদপুরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই অস্থায়ীভাবে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হবে। আন্তর্জাতিক মান বজায় রেখেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শাহজাদপুরে কাছারীবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৫৩তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নওগাঁর পতিসর, কুষ্টিয়ার শিলাইদহ ও খুলনার দক্ষিণডিহিতে নানা কর্মসূচীর মাধ্যমে পালন করা হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী। পতিসরে জাতীয়ভাবে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী। প্রতিবছর দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলেও এবারের উৎসবের ঘটা ছিল ব্যাপক আকারে। কবির এই জন্মবার্ষিকীতে পতিসর কাছারীবাড়ি প্রাঙ্গণে কবিভক্তদেরও নেমেছিল ঢল। প্রত্যন্ত গ্রামে কবির প্রিয় সেই ‘নাগর’ নদের পার পরিণত হয় কবিভক্তদের মিলনমেলায়। কুষ্টিয়ার শিলাইদহে তিন দিনব্যাপী জন্মজয়ন্তী উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তথ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথের হাত ধরে আমরা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে অন্ধকার থেকে আলোর পাদপিঠে নিয়ে এসেছি। আর সাম্প্রদায়িক জঙ্গিবাদীরা আমাদের পেছন দিকে অন্ধকারে ছুড়ে ফেলতে চাচ্ছে। এ ছাড়া খুলনার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী আলোচনাসভা, লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।
শাহজাদুপরে ড. গওহর রিজভী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে আর কোন উৎকণ্ঠা নেই। তবে একটি বিশ্ববিদ্যালয় এক দিনে স্থাপন করা যায় না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপমা তুলে ধরে তিনি বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ রূপ লাভ করেছিল সাড়ে ৮ শ’ বছর পরে। এ ছাড়া হার্ভার্ড ইউনিভার্সিটি গড়ে তুলতে সাড়ে চার শ’ বছর লেগেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য তিনি সকলে সহযোগিতা কামনা করেন।
কবিগুরুর জন্মবার্ষিকীকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও শাহজাদপুরের কাছারীবাড়িতে রবীন্দ্রপ্রেমী মানুষের ঢল নামে। রবীন্দ্রভক্তদের পদভারে শাহজাদপুরে সাজ সাজ রব পড়েছে। এ উপলক্ষে শাহজাদপুর পাইলট স্কুল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী রবীন্দ্রমেলা। মেলায় পিঠাপুলি থেকে শুরু করে চুরি, আয়না, শাড়ি এবং তাঁত বস্ত্রের সমাহার ঘটেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন। অনুষ্ঠানে হাসিবুর রহমান স্বপন এমপি, ইসহাক হোসেন তালুকদার এমপি, প্রফেসর ড. আব্দুল খালেক, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদুর রহমান, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র সাহা, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ঢাকার শিল্পীরা। এ ছাড়াও উদ্বোধনী দিনে আলোচনাসভা এবং স্থানীয় শিল্পীদের দিনব্যাপী নাচ, গান, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

পতিসরে কবিভক্তদের ঢল
বৃহস্পতিবার কবিভক্তদের পদচারণায় গোটা পতিসর যেন উৎসবে মুখর হয়ে উঠেছিল। কাছারীবাড়ি প্রাঙ্গণে ‘দেবেন্দ্র মঞ্চে’ আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। সেখানেই প্যান্ডেল সাজানো হয়েছে।
বেলা ১১টায় জাতীয় ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে কর্মসূচী উদ্বোধন করা হয়। পতিসর ‘দেবেন্দ্র মঞ্চে’ শুরু হয় আলোচনাসভা। নওগাঁ জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি ও নওগাঁর পুলিশ সুপার মোঃ কাইয়ুমুজ্জামান খান। পরে মনোজ্ঞ রবীন্দ্রসঙ্গীত, গীতিনাট্য, আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এতে অংশ নেয়।

শিলাইদহে তিন দিনব্যাপী অনুষ্ঠান
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, রবীন্দ্রনাথের হাত ধরে আমরা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে অন্ধকার থেকে আলোর পাদপিঠে নিয়ে এসেছি। রবিঠাকুরকে আমরা স্বাধীনতার ৪২ বছর চর্চা করেছি। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর ওই সাম্প্রদায়িক জঙ্গিবাদীরা আমদের পেছন দিকে অন্ধকারে ছুড়ে ফেলতে চাচ্ছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দক্ষিণডিহিতে তিন দিনের অনুষ্ঠান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে বৃহস্পতিবার তিন দিনব্যাপী আলোচনাসভা, লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

No comments:

Post a Comment