Friday, May 2, 2014

মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে চাওয়ার প্রশ্নই ওঠে না ॥ মাহমুদ মাদানী

মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে চাওয়ার প্রশ্নই ওঠে না ॥ মাহমুদ মাদানী
জমিয়ত-উলেমা-ই-হিন্দু নেতা মাহমুদ মাদানী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করে বলেছেন, উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় নির্বাচনী এলাকায় এ হিন্দুত্ববাদী দলটির বিজয় অর্জন সহজ নয়। খবর হিন্দুস্তান টাইমস অনলাইনের।
জমিয়ত নেতা বৃহস্পতিবার বলেন, এ গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় সকল আসনে ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ ভোট নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাঁর সংগঠন। সেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৭ মে। মাদানী বলেন, এনডিএ সহজেই পরবর্তী সরকার গঠন করতে পারবে বলে আমরা মনে করি না। আমাদের মতামত ভিন্ন। বিহার ও মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলে ভোটের ফলাফল মোদি এবং প্রধানমন্ত্রীর পদের মধ্যে বিরাট দূরত্বের সৃষ্টি করবে। নির্বাচন সামনে রেখে ভোট পাওয়ার জন্য মুসলমানদের ওপর মোদি ভীতির সুযোগ গ্রহণের জন্য কংগ্রেসের সমালোচনা করেন মাদানী। সম্প্রতি এক টিভি সাক্ষাতকারে তিনি বলেন, স্কালকেপ পরিধানে মোদি অস্বীকৃতি জানিয়েছেন, এটা বড় ধরনের কোন বিষয় নয়, অথবা গুজরাট দাঙ্গার জন্য তিনি ক্ষমা চাননি, তাও বিষয় নয়। মাদানী বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসের সাক্ষাতকারে বলেন, মোদি ভারতের দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘুদের (মুসলিম) বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করার জন্য ভারতের শাসনতন্ত্র পরিপন্থী পথে চলেছেন। আমরা তাঁকে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেই মেনে নিতে পারি না। তাই প্রধানমন্ত্রী হিসেবে তাকে চাওয়ারতো প্রশ্নই আসে না।

No comments:

Post a Comment