Friday, May 2, 2014

মোদি যেন এখনই ‘প্রধানমন্ত্রী’ বনে গেছেন ॥ সোনিয়া গান্ধী

মোদি যেন এখনই ‘প্রধানমন্ত্রী’ বনে গেছেন ॥ সোনিয়া গান্ধী
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অভিযোগ তুলে বলেছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্ধত হয়ে ওঠেছেন এবং এমন আচরণ করছেন যেন তিনি প্রধানমন্ত্রী হয়েই গেছেন। খবর হিন্দুস্তান টাইমস অনলাইনের।
সোনিয়া উত্তরপ্রদেশের বলরামপুরে বৃহস্পতিবার তাঁর ২০ মিনিটের ভাষণে বিশেষ করে বিজেপিকে আক্রমণ করে বলেন, মোদি তাঁর ও সরকারের দুর্নীতি গোপন রাখার উদ্দেশ্যে তাঁর রাজ্যে লোক নিয়োগ করেননি। সোনিয়া এ সময় রাজ্যের ক্ষমতাসীন এসপি বা বিএফপির কোন উল্লেখ করেননি।
বিজেপি ও মোদি ভূমি বিষয়ক দুর্নীতির অভিযোগ সোনিয়ার জামাতা রবার্ট ভদ্রের তীব্র সমালোচনা করার কয়েক দিন পর তিনি এ কথা বলেন। তিনি শরবস্তি নির্বাচনী কেন্দ্রের প্রার্থী বিনয়পান্ডের সমর্থনে জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন।
তিনি বিজেপি ও নরেন্দ্র মোদির অতি দাম্ভিকতাপূর্ণ গুজরাট মডেলের তীব্র সমালোচনা করেন। তিনি জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, আপনারা কি জানেন- গুজরাট মডেল কি? তিনি বলেন, গুজরাটে এমন অসংখ্য গ্রাম রয়েছে যে গ্রামগুলোয় পানির অভাব প্রচন্ড। গুজরাটে পাঁচ বছর পর্যন্ত বয়সের শিশুরা অত্যন্ত অপুষ্টিতে ভুগছে। সেখানে যাদের দৈনিক গড় আয় ১১ রুপীর বেশি হলেও তাদের দরিদ্র বলে বিবেচনা করা হয় না।
তিনি আরও অভিযোগ করে বলেন, গুজরাটে মোদি সরকার তাদের সমর্থিত কিছু সমর্থক কিছুসংখ্যক শিল্প প্রতিষ্ঠানকে ৪৫ হাজার একর জমি দিয়েছে নামমাত্র মূল্যে। তিনি জিজ্ঞাসা করেন, মোদি কি দেশের অবশিষ্টাংশ একই ধরনের গুজরাট মডেল বাস্তবায়নের স্বপ্ন দেখছেন?
সোনিয়া বলেন, কংগ্রেস দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চায় একটি দৃঢ় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে। যে ব্যবস্থায় অর্থনৈতিক উন্নয়ন বিষয়টি সর্বব্যাপী এবং ক্ষমতা কুক্ষিগত থাকবে না মাত্র কয়েক জনের হাতে। তিনি বলেন, বিজেপি ক্ষমতার লোভী। দেশের ধর্মনিরপেক্ষতার কাঠামো ধ্বংস করে ক্ষমতায় যেতে চাইছে দলটি। বিজেপির এ বিভেদপূর্ণ রাজনীতি দেশকে ক্ষতিগ্রস্ত করবে।

No comments:

Post a Comment