আমি রাজীব গান্ধীর মেয়ে ॥ মোদিকে প্রিয়াঙ্কার কড়া জবাব
‘প্রিয়াঙ্কা আমার মেয়ের মতো’ ভারতে লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপার্থী নরেন্দ্র মোদির সম্প্রতি এক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন গান্ধী পরিবারের অন্যতম উত্তরাধিকারী প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার প্রিয়াঙ্কা দৃঢ়কণ্ঠে জানিয়েছেন, তিনি রাজীব গান্ধীর মেয়ে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।
প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশের আমেথির একটি আসনে নির্বাচনী সমাবেশে যাচ্ছিলেন। পথের মধ্যে এসইউভি থামিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। দূরদর্শনে দেয়া এক সাক্ষাতকারে মোদি বলেন, ‘প্রিয়াঙ্কা আমার মেয়ের মতো।’ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রিয়াঙ্কা প্রথমে কিছু বলতে চাননি। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি সংক্ষেপে একটি উত্তর দেন। এরপর আর কোন প্রশ্নের উত্তর না দিয়ে চলে যান। স্পষ্টত বুঝিয়ে দেন, মোদির ওই কথায় তিনি মোটেও খুশি হতে পারেননি। শনিবার দূরদর্শনে দেয়া এক সাক্ষাতকারে মোদি বলেছেন, প্রিয়াঙ্কা তার মেয়ের মতো। এ খবর প্রচারের পর এতে কিছু এডিট করা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার জানায়। এ কথা প্রিয়াঙ্কাকে খুশি তো করে পারেইনি বরং তাকে কতটা অসন্তুষ্ট করেছে তিনি সেটি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কা বলেন, ‘২০ বছরের বেশি আগে আমার পিতা দেশের জন্য জীবন দিয়েছিলেন। তাকে আমি আমার জীবনে যে কারও চাইতে বেশি ভালবাসি। এ ক্ষেত্রে তার জায়গায় কাউকে তুলনা করা আমি পছন্দ করি না।’ মোদির মন্তব্য আহত বা ক্ষুব্ধ বোধ করছেন কি না এমন প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা জানান, ক্ষুব্ধ হননি ঠিকই তবে তিনি এ বিষয়ে আর কিছু বলতে চান না। এদিকে বুধবার দূরদর্শনে সাক্ষাতকারটি প্রচারের পর থেকেই এর অংশ বিশেষ এডিট করে সেখানে প্রিয়াঙ্কাকে মোদির মেয়ের মতো জুড়ে দেয়া হয়েছে কি না তা নিয়ে বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে বিতর্ক বাড়তে থাকায় মোদির অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি প্রিয়াঙ্কাকে নিজের মেয়ের মতো বলেননি। মোদির অফিস ওই সাক্ষাতকারের একটি কপিও দিয়েছে। সেটিকে বিজেপির তরফ থেকে কোন রকম সম্পাদনা ছাড়া আসল কপি বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রীয় গণমাধ্যম দূরদর্শন দাবি করেছে তারা ওই সাক্ষাতকারের কোন বড় ধরনের সম্পাদনা করেনি। এছাড়া এ ব্যাপারে কর্তৃপক্ষের দিক থেকে কোন রকম সম্পাদনা করা হয়নি বলেও দূরদর্শন জানিয়েছে।
প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশের আমেথির একটি আসনে নির্বাচনী সমাবেশে যাচ্ছিলেন। পথের মধ্যে এসইউভি থামিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। দূরদর্শনে দেয়া এক সাক্ষাতকারে মোদি বলেন, ‘প্রিয়াঙ্কা আমার মেয়ের মতো।’ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রিয়াঙ্কা প্রথমে কিছু বলতে চাননি। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি সংক্ষেপে একটি উত্তর দেন। এরপর আর কোন প্রশ্নের উত্তর না দিয়ে চলে যান। স্পষ্টত বুঝিয়ে দেন, মোদির ওই কথায় তিনি মোটেও খুশি হতে পারেননি। শনিবার দূরদর্শনে দেয়া এক সাক্ষাতকারে মোদি বলেছেন, প্রিয়াঙ্কা তার মেয়ের মতো। এ খবর প্রচারের পর এতে কিছু এডিট করা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার জানায়। এ কথা প্রিয়াঙ্কাকে খুশি তো করে পারেইনি বরং তাকে কতটা অসন্তুষ্ট করেছে তিনি সেটি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কা বলেন, ‘২০ বছরের বেশি আগে আমার পিতা দেশের জন্য জীবন দিয়েছিলেন। তাকে আমি আমার জীবনে যে কারও চাইতে বেশি ভালবাসি। এ ক্ষেত্রে তার জায়গায় কাউকে তুলনা করা আমি পছন্দ করি না।’ মোদির মন্তব্য আহত বা ক্ষুব্ধ বোধ করছেন কি না এমন প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা জানান, ক্ষুব্ধ হননি ঠিকই তবে তিনি এ বিষয়ে আর কিছু বলতে চান না। এদিকে বুধবার দূরদর্শনে সাক্ষাতকারটি প্রচারের পর থেকেই এর অংশ বিশেষ এডিট করে সেখানে প্রিয়াঙ্কাকে মোদির মেয়ের মতো জুড়ে দেয়া হয়েছে কি না তা নিয়ে বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে বিতর্ক বাড়তে থাকায় মোদির অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি প্রিয়াঙ্কাকে নিজের মেয়ের মতো বলেননি। মোদির অফিস ওই সাক্ষাতকারের একটি কপিও দিয়েছে। সেটিকে বিজেপির তরফ থেকে কোন রকম সম্পাদনা ছাড়া আসল কপি বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রীয় গণমাধ্যম দূরদর্শন দাবি করেছে তারা ওই সাক্ষাতকারের কোন বড় ধরনের সম্পাদনা করেনি। এছাড়া এ ব্যাপারে কর্তৃপক্ষের দিক থেকে কোন রকম সম্পাদনা করা হয়নি বলেও দূরদর্শন জানিয়েছে।
No comments:
Post a Comment