রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান করব ॥ নন্দিতা ইয়াসমিন
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=42&dd=2014-05-10&ni=172331
রবীন্দ্রসঙ্গীতে নিবেদিত শিল্পী নন্দিতা ইয়াসমিন। ছোটবেলা থেকেই সঙ্গীতকে ভালবেসে এখনও পর্যন্ত চর্চা ও তালিম নিয়ে চলেছেন। শুক্রবার বেঙ্গল ফাউন্ডেশন থেকে শিল্পীর রবীন্দ্রসঙ্গীতের একটি একক এ্যালবাম প্রকাশ হয়েছে। গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি একক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। আজকের পরিবেশনা ও এ্যালবাম সম্পর্কে শিল্পীর সঙ্গে আলাপচারিতার অংশ বিশেষ তুলে ধরা হলো।
আজকের পরিবেশনা নিয়ে বলুন..
নন্দিতা ইয়াসমিন : ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বেশিরভাগ বোদ্ধা ও সঙ্গীতপ্রেমী শ্রোতাই আসেন। আজকের পরিবেশনায় আমার প্রকাশিত সিডির গানের পাশাপাশি অন্য গানও থাকবে। আমি শ্রোতাদের ভাললাগার সঙ্গে সঙ্গে আমার ভাবনাকে মিলিয়ে গান করার চেষ্টা করব। আমার ইচ্ছা আছে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশনার।
আপনার এ্যালবাম সম্পর্কে কিছু বলুন..
নন্দিতা ইয়াসমিন : আমার এ্যালবামের শিরোনাম ‘ছন্দোবন্ধনে’। এটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। এতে আমার কণ্ঠে ধারণকৃত ১০টি রবীন্দ্রসঙ্গীত আছে। গানগুলো হলো- একি সত্য সকলই সত্য, আমার নিশীথরাতের বাদলধারা, আজি এ আনন্দ সন্ধ্যা, অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে, জয়তব বিচিত্র আনন্দ, পুষ্পবনে পুষ্প নাহি, এসো হে এসো সজলঘন, বিরহ মধুর হলো আজি, বিশ্ববীণা রবে বিশ্বজনে মোহিছে ও সকলই ফুরালো স্বপ্ন প্রায়। গানের যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন ভারতের শিল্পী প্রত্যুষ বন্দোপাধ্যায়।
এ্যালবামটি নিয়ে আপনি কেমন আশাবাদী?
নন্দিতা ইয়াসমিন : আমার হৃদয়ের ভালবাসা দিয়ে এ্যালবামের গানগুলো করেছি। এর বেশিরভাগ গান অল্পশ্রুত। রবীন্দ্রনাথের বিশাল সঙ্গীত ভান্ডারের অনেক গান আছে যেগুলো অল্পশ্রুত, সেগুলোকে সবার কাছে তুলে ধরা আমাদের কর্তব্য। আমি মনে করি এ কাজটা করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই চেষ্টা করেছি এ এ্যালবামটি করার।
আমাদের দেশে রবীন্দ্রসঙ্গীতের চর্চা সম্পর্কে কিছু বলুন..
নন্দিতা ইয়াসমিন : আগের তুলনায় চর্চা কয়েকগুনে বেড়েছে। এখন প্রায় সবাই গান শিখে পরিবেশন করার চেষ্টা করছেন। গান নিয়ে গবেষণাও করছেন আনেকে। রবীন্দ্রসঙ্গীতের চর্চা ও শেখা এখন শুধু শহরে সীমাবদ্ধ নেই, গ্রামেও চলছে। তবে কিছু শিক্ষার্থী আছেন যারা খুব অল্প শিক্ষালাভ করেই সুনাম অর্জনের চেষ্টা করেন, মিডিয়াতে গান গেয়ে নিজেকে পরিচিত করার চেষ্টা করেন। কিন্তু এটা কখনওই সম্ভব নয়। গানকে গুরুত্ব দিয়ে, ভালবেসে এবং ভাল শিক্ষকের কাছে শিখে, শুদ্ধসুরে উপস্থাপন করাই সব শিক্ষার্থীদের উচিত।
গান নিয়ে সামনের পরিকল্পনা কি?
নন্দিতা ইয়াসমিন : এই মুহূর্তে শুধু পারফর্ম করাই আমার ইচ্ছা। রবীন্দ্রসঙ্গীতে যখন আমার গভীরতা একটা বিশেষ পর্যায়ে গিয়ে উপনীত হবে, তখন গান শেখাব।
-গৌতম পান্ডে
আজকের পরিবেশনা নিয়ে বলুন..
নন্দিতা ইয়াসমিন : ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বেশিরভাগ বোদ্ধা ও সঙ্গীতপ্রেমী শ্রোতাই আসেন। আজকের পরিবেশনায় আমার প্রকাশিত সিডির গানের পাশাপাশি অন্য গানও থাকবে। আমি শ্রোতাদের ভাললাগার সঙ্গে সঙ্গে আমার ভাবনাকে মিলিয়ে গান করার চেষ্টা করব। আমার ইচ্ছা আছে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশনার।
আপনার এ্যালবাম সম্পর্কে কিছু বলুন..
নন্দিতা ইয়াসমিন : আমার এ্যালবামের শিরোনাম ‘ছন্দোবন্ধনে’। এটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। এতে আমার কণ্ঠে ধারণকৃত ১০টি রবীন্দ্রসঙ্গীত আছে। গানগুলো হলো- একি সত্য সকলই সত্য, আমার নিশীথরাতের বাদলধারা, আজি এ আনন্দ সন্ধ্যা, অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে, জয়তব বিচিত্র আনন্দ, পুষ্পবনে পুষ্প নাহি, এসো হে এসো সজলঘন, বিরহ মধুর হলো আজি, বিশ্ববীণা রবে বিশ্বজনে মোহিছে ও সকলই ফুরালো স্বপ্ন প্রায়। গানের যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন ভারতের শিল্পী প্রত্যুষ বন্দোপাধ্যায়।
এ্যালবামটি নিয়ে আপনি কেমন আশাবাদী?
নন্দিতা ইয়াসমিন : আমার হৃদয়ের ভালবাসা দিয়ে এ্যালবামের গানগুলো করেছি। এর বেশিরভাগ গান অল্পশ্রুত। রবীন্দ্রনাথের বিশাল সঙ্গীত ভান্ডারের অনেক গান আছে যেগুলো অল্পশ্রুত, সেগুলোকে সবার কাছে তুলে ধরা আমাদের কর্তব্য। আমি মনে করি এ কাজটা করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই চেষ্টা করেছি এ এ্যালবামটি করার।
আমাদের দেশে রবীন্দ্রসঙ্গীতের চর্চা সম্পর্কে কিছু বলুন..
নন্দিতা ইয়াসমিন : আগের তুলনায় চর্চা কয়েকগুনে বেড়েছে। এখন প্রায় সবাই গান শিখে পরিবেশন করার চেষ্টা করছেন। গান নিয়ে গবেষণাও করছেন আনেকে। রবীন্দ্রসঙ্গীতের চর্চা ও শেখা এখন শুধু শহরে সীমাবদ্ধ নেই, গ্রামেও চলছে। তবে কিছু শিক্ষার্থী আছেন যারা খুব অল্প শিক্ষালাভ করেই সুনাম অর্জনের চেষ্টা করেন, মিডিয়াতে গান গেয়ে নিজেকে পরিচিত করার চেষ্টা করেন। কিন্তু এটা কখনওই সম্ভব নয়। গানকে গুরুত্ব দিয়ে, ভালবেসে এবং ভাল শিক্ষকের কাছে শিখে, শুদ্ধসুরে উপস্থাপন করাই সব শিক্ষার্থীদের উচিত।
গান নিয়ে সামনের পরিকল্পনা কি?
নন্দিতা ইয়াসমিন : এই মুহূর্তে শুধু পারফর্ম করাই আমার ইচ্ছা। রবীন্দ্রসঙ্গীতে যখন আমার গভীরতা একটা বিশেষ পর্যায়ে গিয়ে উপনীত হবে, তখন গান শেখাব।
-গৌতম পান্ডে
No comments:
Post a Comment