Friday, May 9, 2014

মোদী কী গাধা হয়ে যাচ্ছেন :মমতা

মোদী কী গাধা হয়ে যাচ্ছেন :মমতা

এনডিটিভি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী প্রসঙ্গে বৃহস্পতিবার কলকাতায় এক জনসভায় বলেছেন, তার সামপ্রতিক কথাবার্তা দেখে মনে হয় তিনি আর স্বাভাবিক নন। অত্যন্ত বেসামাল হয়ে পড়েছেন তিনি। মমতা বলেন, এসব কর্মকাণ্ড দেখে আমাকে বলতেই হচ্ছে তিনি কি গাধা হয়ে যাচ্ছেন। 

মমতা বলেন, আমরা তার কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে তাকে হনুমানের সঙ্গে তুলনা করতে পারি, যার লেজ আগুনে পুড়ছে। আর সেই পোড়া লেজ নিয়েই তিনি এখন দিগ্বিদিক ঘুরছেন। নিজের দিকে তাকানোর তার সময় নেই। সমপ্রতি মোদী ভারত থেকে বাংলাদেশি অভিবাসীদের ফিরে যেতে হবে মন্তব্য করলে তৃণমূল নেত্রী বলেন, এ ধরনের মন্তব্যে তাকে কোমরে দড়ি বেঁধে জেলে পাঠানো হবে। এর উত্তরে মোদী বুধবার কলকাতার কাঁকুড়গাছির জনসভায় বলেন, কষ্ট করে কেন আমাকে দড়ি বেঁধে জেলে পাঠাবেন। তার চেয়ে বরং আমি নিজেই এসে জেলে ঢুকে যাব। আর এর মাধ্যমে আমি জেলে বসে মধুর বাংলা ভাষার চর্চা করতে পারবো।

No comments:

Post a Comment