আজ ৭ চ্যানেলে গাইব ॥ অনিমা রায়
অনিমা রায়। দেশের অন্যতম জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী। রবীন্দ্রসঙ্গীত নিয়ে গবেষণা করছেন পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতের প্রভাষক হিসেবে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মদিন আজ। এ উপলক্ষে ৭টি চ্যানেলে প্রচার হবে তার অনুষ্ঠান। এ প্রসঙ্গে তার সঙ্গে কথা হয়-
রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে আজ আপনার ব্যস্ততা কেমন?
অনিমা রায় : আজ মোটামুটি ব্যস্ততার মধ্যেই থাকব। আজ মোট ৭টি চ্যানেলে গাইব। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় গাইব যমুনা টেলিভিশনে। চ্যানেল আইয়ের রবীন্দ্রমেলাতে গাইব দুপুর ২টা পর্যন্ত। এনটিভির লাইভ অনুষ্ঠানে গাইব বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। রাত ৯টায় গাইব এসএটিভিতে। রাত ১১টা ২০ মিনিটে আরটিভির লাইভ অনুষ্ঠানে গাইবেন। পাশাপাশি বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান দিন প্রতিদিনের বিশেষ আনন্দ আড্ডায় দেখা যাবে। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল সাড়ে ৮টায়। এ ছাড়া জিটিভির ‘গল্প গানে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানেও অংশ নিয়েছি। অনুষ্ঠানটি আজ বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে।
সম্প্রতি আপনার নতুন এ্যালবাম প্রকাশিত হয়েছে?
অনিমা রায় : হ্যাঁ। এটি আমার ৫ম একক এ্যালবাম। এ্যালবামের নাম ‘রবির আলো।‘ এ্যালবামটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।
নতুন এ এ্যালবামের কেমন সাড়া পাচ্ছেন?
অনিমা রায় : সবে তো কয়েকদিন হলো এ্যালবামটি প্রকাশ হলো। আরও কয়েকদিন না গেলে বোঝা যাবে না। তারপরও যথেষ্ট সাড়া পেয়েছি। অনেকেই এ্যালবামের গানগুলোর প্রশংসা করেছেন।
রবীন্দ্রসঙ্গীত প্রচার কি কেবল জন্ম ও মৃত্যুবার্ষিকীর মধ্যে সীমাবদ্ধ থাকছে?
অনিমা রায় : আপনি ঠিকই বলেছেন। আমাদের দেশে রবীন্দ্র চর্চার অনেক সংগঠন বা প্রতিষ্ঠান থাকলেও এর প্রচার মিডিয়াগুলো কেন জানি কার্পণ্য করছে। আমাদের যাপিত জীবনে যেখানে রবীন্দ্রনাথ সে অবস্থায় তার সঙ্গীত প্রচার নিয়ে মিডিয়াগুলো বিশেষ করে চ্যানেলগুলো কেন উদ্যোগ নেয় না আমি বুঝি না। তারা রবীন্দ্রনাথকে কেবল জন্ম এবং মৃত্যু দিবসের প্রচারণার বিষয় করে রেখেছে। আমার মনে হয় এ মানসিকতা থেকে বের হয়ে আসা উচিত।
দেশে রবীন্দ্রসঙ্গীত চর্চার বর্তমান অবস্থা কেমন?
অনিমা রায় : খুবই ভাল। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, ছায়ানটসহ অনেক সংগঠন বা প্রতিষ্ঠান রবীন্দ্রসঙ্গীত চর্চার এবং এ সঙ্গীতের বিকাশে কাজ করছে। প্রতিনিয়তই এ সব সংগঠন বা প্রতিষ্ঠান থেকে তরুণ শিল্পী বের হচ্ছে। তবে, প্রচারে আমরা অনেকটাই পিছিয়ে আছি। -সাজু আহমেদ
রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে আজ আপনার ব্যস্ততা কেমন?
অনিমা রায় : আজ মোটামুটি ব্যস্ততার মধ্যেই থাকব। আজ মোট ৭টি চ্যানেলে গাইব। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় গাইব যমুনা টেলিভিশনে। চ্যানেল আইয়ের রবীন্দ্রমেলাতে গাইব দুপুর ২টা পর্যন্ত। এনটিভির লাইভ অনুষ্ঠানে গাইব বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। রাত ৯টায় গাইব এসএটিভিতে। রাত ১১টা ২০ মিনিটে আরটিভির লাইভ অনুষ্ঠানে গাইবেন। পাশাপাশি বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান দিন প্রতিদিনের বিশেষ আনন্দ আড্ডায় দেখা যাবে। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল সাড়ে ৮টায়। এ ছাড়া জিটিভির ‘গল্প গানে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানেও অংশ নিয়েছি। অনুষ্ঠানটি আজ বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে।
সম্প্রতি আপনার নতুন এ্যালবাম প্রকাশিত হয়েছে?
অনিমা রায় : হ্যাঁ। এটি আমার ৫ম একক এ্যালবাম। এ্যালবামের নাম ‘রবির আলো।‘ এ্যালবামটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।
নতুন এ এ্যালবামের কেমন সাড়া পাচ্ছেন?
অনিমা রায় : সবে তো কয়েকদিন হলো এ্যালবামটি প্রকাশ হলো। আরও কয়েকদিন না গেলে বোঝা যাবে না। তারপরও যথেষ্ট সাড়া পেয়েছি। অনেকেই এ্যালবামের গানগুলোর প্রশংসা করেছেন।
রবীন্দ্রসঙ্গীত প্রচার কি কেবল জন্ম ও মৃত্যুবার্ষিকীর মধ্যে সীমাবদ্ধ থাকছে?
অনিমা রায় : আপনি ঠিকই বলেছেন। আমাদের দেশে রবীন্দ্র চর্চার অনেক সংগঠন বা প্রতিষ্ঠান থাকলেও এর প্রচার মিডিয়াগুলো কেন জানি কার্পণ্য করছে। আমাদের যাপিত জীবনে যেখানে রবীন্দ্রনাথ সে অবস্থায় তার সঙ্গীত প্রচার নিয়ে মিডিয়াগুলো বিশেষ করে চ্যানেলগুলো কেন উদ্যোগ নেয় না আমি বুঝি না। তারা রবীন্দ্রনাথকে কেবল জন্ম এবং মৃত্যু দিবসের প্রচারণার বিষয় করে রেখেছে। আমার মনে হয় এ মানসিকতা থেকে বের হয়ে আসা উচিত।
দেশে রবীন্দ্রসঙ্গীত চর্চার বর্তমান অবস্থা কেমন?
অনিমা রায় : খুবই ভাল। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, ছায়ানটসহ অনেক সংগঠন বা প্রতিষ্ঠান রবীন্দ্রসঙ্গীত চর্চার এবং এ সঙ্গীতের বিকাশে কাজ করছে। প্রতিনিয়তই এ সব সংগঠন বা প্রতিষ্ঠান থেকে তরুণ শিল্পী বের হচ্ছে। তবে, প্রচারে আমরা অনেকটাই পিছিয়ে আছি। -সাজু আহমেদ
No comments:
Post a Comment